পৃথিবীতে থাকবে না পুরুষের অস্তিত্ব, সমাজ থেকে হারিয়ে যাবে পুরুষ জাতি, ভয়ঙ্কর তথ্য বিজ্ঞানীদের

গবেষণায় দেখা গেছে, পুরুষদের শরীরের Y ক্রোমোজোমের সংখ্যা কমছে, যা ভবিষ্যতে পুরুষ জাতির অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ হতে পারে। একটা সময়ের পর পৃথিবীতে শুধুমাত্র মেয়েরাই জন্মগ্রহণ করবে।

সমাজে আর থাকবে না পুরুষ জাতি। পৃথিবীতে থাকবে না পুরুষের অস্তিত্ব। একটা সময়ের পর পৃথিবীতে আসবে শুধু মেয়েরা। জন্ম হবে না কোনও পুরুষের। প্রকাশ্যে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। একথা কোনও আজগুবি গল্প হবে ভুল ভাববেন না। বাস্তবে হতে চলেছে এমনটাই। সদ্য এক গবেষণায় জানা গিয়েছে এই তথ্য।

কন্যাভ্রূণ হত্যার কথা সকলের জানা। এই খবর প্রায়শই তৈরি করে হেডলাইন। তবে, আপনার গর্ভজাত সন্তান ছেলে হবে নাকি মেয়ে তা নির্ভর করে পুরুষদের ওপর। পুরুষের শরীরের ক্রোমোজোমের ওপর নির্ভর করে পুরো বিষয়টি। বিজ্ঞান বলছে, পুরুষের শরীরের Y ক্রোমোজোমের সাহায্যে একজন নারী পুত্র সন্তানের জন্ম দিতে পারে। কিন্তু, সেই Y ক্রোমোজোম যদি ধীরে ধীরে হারিয়ে যায় তবে?

Latest Videos

সদ্য প্রকাশ্যে এসেছে একটি গবেষণা। যেখানে বলা হয়েছে, ধীরে ধীরে পুরুষদের শরীরের Y ক্রোমোজোমের সংখ্যা কমছে। নারীর দেহে দুটি এক্স ক্রোমোজোম থাকে। আর পুরুষের শরীরে এক্স এবং ওয়াই ক্রোমোজোম থাকে। যে ডিম্বাণুর নিষেক ঘটে সেটি এক্স ক্রোমোজোম বহনকারী না ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সঙ্গে মিলিত হবে তার ওপর নির্ভর করে আপনার ছেলে হবে না মেয়ে হবে।

তবে, এই গবেষণা যদি সত্য হয়, তাহলে একটা সময়ের পর পৃথিবীতে থাকবে না পুরুষের অস্তিত্ব, সমাজ থেকে হারিয়ে যাবে পুরুষ জাতি। এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকে তা চমক গিয়েছে সকলকে। তবে, কি সত্যিই সমাজে থাকবে না কোনও পুরুষ? প্রকাশ্যে এমনই আজব তথ্য। 

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News