ভালোবাসার সপ্তাহের তৃতীয় দিন অর্থাৎ আজ পালিত হচ্ছে চকোলেট ডে। আজ সকলেই প্রিয়জনকে মিষ্টি ও চকোলেট উপহার দিয়ে থাকেন। আজ এই বিশেষ দিনে সকলকে জানান শুভেচ্ছা। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ।
Sayanita Chakraborty | Published : Feb 9, 2024 7:10 AM / Updated: Feb 09 2024, 07:20 AM IST
চকোলেট ডে-তে বিশেষ এই বার্তা দ্বারা জানাতে চাই যে আমার মনে তোমার জন্য কতটা ভালোবাসা আছে। শুভ চকোলেট দিবস।
চকোলেট যেমন খেলে মিষ্টি লাগে, তুমিও আমার জীবনে মিষ্টি মধুর একটি অনুভূতি। শুভ চকোলেট দিবস।
এক বাক্স চকোলেট আর মিষ্টি গাঢ় করবে আমার তোমার প্রেমের রং। শুভ চকোলেট দিবস।
চকোলেট ছাড়া যেমন চকোলট ডে অসম্পূর্ণ। তেমনই তোমায় ছাড়া আমি অসম্পূর্ণ। হ্যাপি চকোলেট ডে।
আমার প্রিয় ভালোবাসা,
তুমি চকোলেটের মতো মিষ্টি,
শুভ চকোলেট দিবস।
একমুঠো চকোলেট দিলাম, খোসা নিও ছাড়িয়ে,
চকোলেট ভর্তি মিষ্টিমুখে ভেবে শুধু আমাকে।
শুভ চকোলেট দিবস
কেবলমাত্র একটি চকোলেট-ই তোমার মুখে হাসি আনতে পারে,
রাগ গলিয়ে দিতে পারে। শুভ চকোলেট দিবস।
তোমার সঙ্গে ভাগ করে খেলে যে কোনও চকোলেটই আরও বেশি মিষ্টি বলে মনে হয়। হ্যাপি চকোলেট ডে।
আমার মিষ্টি ভালোবাসা,
তুমি একটি চকোলেট তাই তুমি মিষ্টি,
তুমি একটি তারকা তাই তুমি উজ্জ্বল।
শুভ চকোলেট দিবস
শুভ হোক চকোলেট দিবস। মিষ্টি আর নোনতা মিশে থাক সমস্ত প্রেমের গল্পে। হ্যাপি চকোলেট ডে।