Kiss Day 2024: কিস ডে-তে পাঠান মন ভালো করার মেসেজ, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ

চলছে প্রেমের সপ্তাহ। আজ কিস ডে। আজ এই বিশেষ দিনের শুরুতেই জানান শুভেচ্ছা। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ।

Sayanita Chakraborty | Published : Feb 13, 2024 10:00 AM
110

তোমার চুম্বর আমার কাছে সঞ্জীবনীর সমান। হ্যাপি কিস ডে।

210

পাশের থাকা জন্য তোমাকে জানাই কৃতজ্ঞতা। হ্যাপি কিস ডে।

310

সকালে ঘুম থেকে ওঠার সেরা জিনিসটি হল তোমার চুম্বন। তুমি তোমার কিস দিয়ে আমাকে গোটা বিশ্বকে ভুলিয়ে দাও। হ্যাপি কিস ডে।

410

আমি আজ তোমায় হাজার চুম্বন দিতে চাই। হ্যাপি কিস ডে।

510

হ্যাপি কিস ডে। আমাদের চুম্বনেই ভালোবাসা পাক নতুন পথ।

610

এই কিস ডে-তে আশা করি আমাদের সম্পর্ক আরও মজবুত হবে। তুমি সারাজীবন এভাবেই আমার পাশে থেকো। হ্যাপি কিস ডে।

710

তোমার প্রিয়তমের চুম্বনের চেয়ে বেশি মূল্যবান আর কিছু হতে পারে না। হ্যাপি কিস ডে।

810

আমাদের প্রথম চুম্বন শুধুই চুম্বন নয়, এটি সারাজীবনের স্মৃতি।

910

আমি কখনোই প্রেমে বিশ্বাসী ছিলাম না। কিছু, তোমার একটা ম্যাজিকাল কিস আমার সমস্ত ধারণা বদলে দিল। হ্যাপি কিস ডে।

1010

নতুন সম্পর্কে যাওয়া মানুষগুলোর কাছে এই দিনটি একদম আলাদা অনুভূতির। হ্যাপি কিস ডে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos