Teddy Day 2024: দিনের শুরুতে প্রকাশ করুন মনের অনুভূতি, প্রিয়জনকে পাঠান মিষ্টি শুভেচ্ছা বার্তা

Published : Feb 10, 2024, 07:23 AM ISTUpdated : Feb 10, 2024, 07:24 AM IST

চলছে প্রেমের সপ্তাহ। আজ এই সপ্তাহের চতুর্থ দিন। টেডি বিয়ার উপহার দিয়ে অনেকেই প্রেম নিবেদন করবেন মনের মানুষের কাছে। আজ এই বিশেষ দিনের শুরুতেই জানান শুভেচ্ছা। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ

PREV
110

তুমি ভালোবাসার মতো চিরন্তন, টেডির মতো মিষ্টি। এই টেডি বিয়ার আমার হৃদয়ের প্রতীক। Happy Teddy Day। - টেডি ডে-তে পাঠাতে পারেন এমন শুভেচ্ছা বার্তা.

210

টেডি সত্যিই সেরা বন্ধু। মনের কথা কাউকে বলার না থাকলে যে চুপ করে সব কথা শোনে সে হল টেডি। Happy Teddy Day।

310

টেডি বিয়ারের হৃদয় বা হৃদস্পন্দনের প্রয়োজন হয় না। জানো কেন? কারণ টেডি বিয়ার ভালোবাসায় ভরপুর। Happy Teddy Day।

410

আমি যখন থাকব দূরে,

তোমার পাশে টেডি বিয়ার বলবে কেবল ভালোবাসি তোমায়।

Happy Teddy Day।

510

টেডি বিয়ার মিষ্টি ঠিকই, কিন্তু তুমি তুলনাহীন। Happy Teddy Day। - ভালোবাসার মানুষকে তাঁর মনের মতো উপহার দিন।

610

সবাইকে জানাই টেডি ডে-র শুভেচ্ছা। হ্যাপি টেডি ডে। - পাঠাতে পারেন এই বার্তা। আজ সঙ্গীকে জানান মনের কথা।

710

আমার মনে একটাই টেডি। সেটা তুমি। Happy Teddy Day। - এভাবে জানান শুভেচ্ছা। দিনটি করে তুলুন একেবারে স্পেশ্যাল।

810

তুমি আমার সবচেয়ে সুন্দর টেডি বিয়ার। তুমি আমার হৃদয়ে থাকো সব সময়। আমি তোমায় খুব ভালোবাসি। Happy Teddy Day। - অন্যভাবে শুরু হোক আজকের এই দিন।

910

প্রতিটি দিনই টেডি ডে,

প্রতিটি দিনই ভ্যালেন্টাইন ডে।

শুধু তুমি থাকো আমার সঙ্গে।

Happy Teddy Day। - প্রেম সপ্তাহে মনের কথা জানান মনের মানুষকে।

1010

ভালোবাসা হল এক গভীর অনুভূতি যা সম্পর্কে থাকা দুটো মানুষ বুঝতে পারে। এই বিশেষ দিনে জানাই ভালোবাসা। Happy Teddy Day। - শুভেচ্ছা বার্তা পাঠিয়ে শুরু করুন এই দিনটি।

click me!

Recommended Stories