পুরনো যত হতাশা, দুঃখ ও অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ। সুখ, আনন্দ মুখে যাক সকল যাতনা। শুভ নববর্ষ। - এমন বার্তা পাঠান সকলকে। হতাশা, দুঃখ ও অবসাদ যেন জীবন থেকে দূর হয়ে যায় সেই প্রার্থনাই করুন। সকলে জীবন সুখ, আনন্দে ভরে ওঠার বার্তা পাঠান সকলকে।