নববর্ষে সকলকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ, দেখে নিন এক ঝলকে

২০২২-কে বিদায় জানিয়ে নতুন স্বাগত জানানোর পালা। সকলের নতুন বছর যাতে ভালো কাটে এবার সেই কামনা করুন। বছরের শুরুতে সকলকে জানান শুভেচ্ছা। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ।

Sayanita Chakraborty | / Updated: Dec 31 2022, 10:00 PM IST
110

বছর ঘোরে বছর আসে যায়, 
সময় নতুন করে বাঁচতে শেখায়। 
এভাবেই চলুক আনন্দের দিন
নতুন বছরের শুভেচ্ছা নিন।   
হ্যাপি নিউ ইয়ার। - এই বার্তা পাঠান সকলকে। এই মেসেজ মন কাড়বে সকলের। পাঠান এমন বার্তা। নতুন বছর শুরু করুক নতুন ভাবে। 
 

210

নতুন পোশাক নতুন সাজ, নতুন বছর শুরু আজ। 
মিষ্টি মন মিষ্টি হাসি, শুভেচ্ছা জানাই রাশি রাশি। শুভ নববর্ষ।– নতুন বছর যেন সকল সুসংবাদ নিয়ে আসে সেই কামনাই করুন। আপনার পাঠানো বার্তা মন কাড়ুক সকলের।  

310

নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা, পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা। হানা-হানি ভেদাভেদ সব কিছু ভুলি, এসো সবাই মিলে মিশে সৎ পথে চলি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। - সব খারাপ যেন দূর হয় সেই কামনাই করুন। সকলকে জানান এমন বার্তা। আপনার পাঠানো বার্তা মন কাড়বে সকলের। 

410

সবার নতুন বছরগুলো ভালো কাটুক, সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। - নতুন বছরে সকলকে জানান এমন বার্তা। গোটা বছর যেন ভালো কাটে সেই বার্তাই পাঠান সকলকে। পাঠান এমন বার্তা। আপনার পাঠানো নিউ ইয়ার উইস সকলেরপছন্দ হবে। সবাইকে জানান শুভেচ্ছা। নতুন বছর কাটুক ভিন্ন ভাবে।   

510

পুরনো যত হতাশা, দুঃখ ও অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ। সুখ, আনন্দ মুখে যাক সকল যাতনা। শুভ নববর্ষ। - এমন বার্তা পাঠান সকলকে। হতাশা, দুঃখ ও অবসাদ যেন জীবন থেকে দূর হয়ে যায় সেই প্রার্থনাই করুন। সকলে জীবন সুখ, আনন্দে ভরে ওঠার বার্তা পাঠান সকলকে। 

610

নতুন দিনের নতুন আলো, দূরে নিয়ে যাক নিকষ কালো, নতুন সূর্য নতুন প্রাণে বাজাও বাদ্য জীবনের গানে। মেতে উঠুক মন নতুন বর্ষে। - এমনই বার্তা পাঠান সকল পরিচিক ব্যক্তিতে। নতুন বছরের নতুন সূর্য যেন জীবনে আনন্দ নিয়ে আসে সেই বার্তায় পাঠান সকলকে।

710

পুরনো বছরটা তোমার যত খারাপে কাটুক না কেন, নতুন বছর তোমার জীবনে সব খুশি নিয়ে আসবে। শুভ নববর্ষ। - ভালো-খারাপ নিয়ে কাটে গোটা বছর। সেই সকল খারাপ ভুলে শুধু ভালোটাকে নিয়ে এবার এগিয়ে চলার পালা। সকলকে নতুন বছরে জানান শুভেচ্ছা। নতুন বছর যেন আনন্দে কাটে সেই কামনাই থাক।  

810

মনে আসুক বসন্ত, সুখ হোক অনন্ত। স্বপ্ন হোক জীবন্ত। আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত। শুভ নববর্ষ। - পাঠান এমন বার্তা। নতুন বছরের শুরুতে এমন বার্তা পেতে সকলের মন হবে আনন্দিত। আপনার পাঠানো এই মেসেজ সকলের মনে জায়গা কাড়বে।  

910

নতুন প্রভাতের নতুন আলোকে স্বাগত জানাই এই ধরনীকে। আনন্দ মনে স্বাগত জানান নতুন বছর। সকলকে জানাই শুভেচ্ছা। - নতুন বছর যাতে ভালো কাটে, যাতে সকলের জীবনে আসে আনন্দ সেই কামনাই করুন। সকলকে জানান শুভেচ্ছা।

1010

নতুন বছরে তোমার জীবন আনন্দে ভরে উঠবে। তুমি জীবনে যা চাও তা এই নতুন বছরে যেন পাও। রইল এই কামনা। হ্যাপি নিউ ইয়ার। -  বছরের শুরুতে সকলকে পাঠান এমন বার্তা। নতুন বছর যাতে ভালো কাটুক তারই প্রার্থনা করুন।  

Share this Photo Gallery
click me!

Latest Videos