বর্ষশেষের পার্টিতে সকলের নজর থাক আপনার ওপর, রইল পার্টির স্টাইল গাইড, দেখে নিন এক ঝলকে

আর মাত্র কটা দিনের অপেক্ষা। তারপরই নতুন বছরকে স্বাগত জানানোর পালা। এই সময় বর্ষ শেষের পার্টিতে মজেছেন সকলে। বছরের এই শেষ কটা দিন অধিকাংশেরই পার্টি, পিকনিক কিংবা গেট টুগেদারের পরিকল্পনা থাকে।

Sayanita Chakraborty | Published : Dec 27, 2022 4:07 AM IST
110

শীতের মরশুমে এই সকল পার্টিতে কেমন ভাবে সেজে যাবেন, কী পরবেন, কোন পোশাকের সঙ্গে কেমন অ্যাকসেসরিজ নেবেন তা নিয়ে সকলেই চিন্তায় থাকে। আজ রইল বিশেষ কয়টি টিপস। শীতের পার্টিতে সকলের নজর থাক আপনার ওপর, রইল পার্টির স্টাইল গাইড, দেখে নিন কেমন ভাবে সাজবেন। 

210

টপের ওপর জ্যাকেট পরুন। একদিকে ঠান্ডা অন্য দিকে স্টাইল- এই দুই কী করে করবেন তা অনেকেই বুঝে উঠতে পারেন না। এবার মেনে চলুন বিশেষ টিপস। পার্টিতে যদি স্টাইলিশ স্কার্ট ও টপ পরবেন ঠিক রপনে তাহলে তার ওপর টিমআপ করুন শর্ট জ্যাকেট। লেদার কিংবা জিন্সের জ্যাকেট পরতে পারেন।

310

যদি খুব ঠান্ডা লাগে তাহলে পার্টিতে জিন্স পরতে পারেন। ফ্রন্ট ওপেন ড্রেস কিনুন। এবার তার সঙ্গে টিমআপ করুন জিন্স, লেগিংক্স। এর সঙ্গে হাই হিল বেশ মানাবে। পার্টির কথা মাথায় রেখে ড্রেসে নির্বাচন করবেন। আর ফ্রন্ট ওপেন লং ড্রেসের সঙ্গে জিন্স পরলে বেশ আকর্ষণীয় দেখাবেন। এর সঙ্গে পরুন হালকা জুয়েলারি। 

410

ড্রেসের সঙ্গে কোট পরতে পারেন। মিড কিংবা শর্ট লেন্থের ড্রেস পরেন অনেকে। কিংবা কেউ পরেন লং লেন্থের ড্রেস। এর সঙ্গে পরে নিন কোর্ট। কোর্ট যেন সঠিক মাপের হয় সে দিকে খেয়াল রাখুন। আর কোর্টের বোতাম লাগাতে ভুলবেন না যেন। পোশাকের সঙ্গের সঙ্গে ম্যাচিং হবে এমন রঙের কোর্ট বেছে নিন।

510

ছেলেরা ব্লেজার পরতে পছন্দ করেন এই সময়। কিন্তু, পার্টির জন্য বেছে নিন আকর্ষণীয় রঙের ব্লেজার। চিরাচরিত কালো রঙের বদলে নতুন কিছু ট্রাই করুন। এতে সকলের দৃষ্টি কাড়বেন আপন। সঙ্গে সঠিক জুতো পরতে ভুলবেন না যেন। 

610

পার্টির সাজের ক্ষেত্রে অ্যাকসেসারিজ খুবই গুরুত্বপূর্ণ। এই সময় সঠিক জুতো, সঠিক স্কার্ফ ও সঠিক জুয়েলারি পরুন। সব সময় হালকা জিনিস বেছে নেওয়ার চেষ্টা করুন। ভারী জুয়েলারি পার্টির জন্য বেমানান। মেনে চলুন এই সকল এই বিশেষ টিপস। সকলের নজর কাড়বেন আপনি।

710

মেকআপের দিকে বিশেষ নজর দিন। কোন সময় আর কোথায় পার্টি করতে যাচ্ছেন সেই অনুসারে পোশাক নির্বাচন করবেন। আর পোশাকের কথা মাথায় রেখে মেকআপ করুন। পার্টিতে খুব বেশি ভারী মেকআপ না করাই ভালো। হালকা মেকআপের সঙ্গে গাঢ় রঙের লিপস্টিক পরুন। এতে দেখাবে আকর্ষণীয়। মেনে চলুন এই বিশেষ টিপস। 

810

সাজের সঙ্গে চুলের স্টাইল ঠিক রাখতে ভুলবেন না। যে ড্রেস পরছেন তার কথা মাথায় রেখে চুলে স্টাইল করুন। চুলে পনিটেল করতে পারেন। কিংবা বিনুনি করতে পারেন। কিংবা চুল খোলা রাখতে পারেন। সঠিক চুলের স্টাইল ছাড়া সাজ অসম্পূর্ণ। মেনে চলুন এই বিশেষ টিপস। পার্টিতে সকলের নজর কাড়তে রইল বিশেষ টিপস। 

 

910

পার্টির জন্য সঠিক জুতো বেছে নিন। বাজারে নানান স্টাইলের জুতো পাওয়া যায়। এমন জুতো পরুন যা দেখতে আকর্ষণীয় লাগবে। অনেকে এই সময় স্নিকার্স পরতে চান। তবে, শুধু শর্ট ড্রেসের সঙ্গেই স্লিকার্স বেছে নেবেন। লং ড্রেসের সঙ্গে পরুন স্টাইলিং কোনও বুট। পার্টির কথা মাথায় রেখে জুটো নির্বাচন করুন।  

1010

শেষ মুহূর্তে যদি মনে হয় পোশাক ঢিলে লাগছে তবে, অবশ্যই বেল্ট পরে নিন। পার্টিতে ভুলেও ঢিলে পোশাক পরে যাবেন না। এতে আপনার সাজ দেখাবে বে মানানা। মেনে চলুন এই বিশেষ টিপস। পার্টিতে যাই পরুন না কেন, তা যেন সঠিক মাপের হয় সেদিকে খেয়াল রাখুন।  

 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos