বায়ু মন্ডল রক্ষা করার জন্য প্রয়োজন গাছের। বায়ু থেকে কার্বোন ডাই অক্সাইড শোষ করে অক্সিজেন ত্যাগ করে। এতে বায়ু পরিষ্কার হয়। তেমনই জল বিশুদ্ধ করতে এবং পৃথিবীর ১.৬ বিলিয়ন মানুষের খাদ্য, ওষুধ, আশ্রয়, শক্তি-র জোগান ঘটাতে বিস্তর ভূমিকা আছে অরণ্যের। এই সব জানা সত্ত্বেও অনেকে অরণ্য ধ্বংস করে চলেছে।