শুধু প্রেমের প্রস্তাব দিলেই হল না, সঙ্গে দিন এমন কয়টি উপহার, গাঢ় হবে ভালোবাসার রঙ

Published : Feb 08, 2023, 09:24 AM IST
how to propose a girl on propose day

সংক্ষিপ্ত

আজ শুধু প্রেমের প্রস্তাব দিলেই হল না, সঙ্গে দিন এমন কয়টি উপহার, গাঢ় হবে ভালোবাসার রঙ। সঙ্গে প্রকাশ পাবে আপনার মনের অনুভূতি। দেখে নিন কী করবেন।

চলছে ভালোবাসার সপ্তাহ। আজ এই সপ্তাহের দ্বিতীয় দিন। দিনটি পালিত হচ্ছে প্রোপজ ডে হিসেবে। এই দিন অধিকাংশই তার মনের কথা জানিয়ে থাকেন পছন্দের মানুষকে। আজ এই বিশেষ দিনে ফুল দিয়ে ভালোবাসার মানুষকে প্রেমের প্রস্তাব দিয়ে থাকেন। এবার এরই সঙ্গে দিন বিশেষ উপহার। আজ শুধু প্রেমের প্রস্তাব দিলেই হল না, সঙ্গে দিন এমন কয়টি উপহার, গাঢ় হবে ভালোবাসার রঙ। সঙ্গে প্রকাশ পাবে আপনার মনের অনুভূতি। দেখে নিন কী করবেন।

কাস্টমাইজ চকোলেট বক্স দিতে পারেন মনের মানুষকে। তার পছন্দের সকল চকোলেট ভরে দিন বাক্সে। এর সঙ্গে দিন লাল গোলাপ। এভাবে দিন প্রেমের প্রস্তাব। এতে সম্পর্ক হবে আরও মজবুত। প্রকাশ পাবে আপনার মনের অনুভূতি।

কাস্টমাইজড টি শার্ট দিতে পারেন। একেবারে অন্যরকম হবে দিনটি। আপনার ও তাঁর ছবি প্রিন্ট করিয়ে উপহার দিন তাকে। এভাবে দিনটি হয়ে উঠবে একেবারে স্পেশ্যাল।

কফি কাপ উপহার দিতে পারেন। অবশ্যই নিজেদের দুজনের ছবি প্রিন্ট করিয়ে নেবেন। এর সঙ্গে দিন গোলাপ। এতে দিনটি হয়ে উঠবে আরও স্পেশ্যাল।

গোলাপের সঙ্গে শো পিস দিতে পারেন। হার্ট শেপ আছে এমন শো পিস দিন। কিংবা এমন শো পিস কিনুন যাতে প্রকাশ পাবে প্রেমের অনুভূতি। এতে সম্পর্ক হবে আরও মজবুত।

ঘড়ি উপহার দিতে পারেন। বর্তমানে স্মার্ট ওয়াচের চল বেড়েছে। এমন ঘড়ি উপহার দিতে পারেন। এই ঘড়ি হাতে থাকলে সে সব সময় আপনার কথা মনে করবে। মেনে চলুন এই সকল বিশেষ টিপস। আজ এই ভাবে পালন করুন প্রোপজ ডে। এতে সম্পর্ক হবে আরও মজবুত।

চলছে ভালোবাসার সপ্তাহ। রোজ ডে দিয়ে শুরু হয় এই সপ্তাহ। একে একে চকোলেট ডে, টেডি ডে, কিস ডে-র পর আসে ভ্যালেন্টাইন্স ডে। আজ ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিন। পালিত হচ্ছে প্রপোজ ডে। আজ মনের কথা সঙ্গীকে জানানোর পালা। আজকের এই দিনটির রয়েছে বিশেষ তাৎপর্য। আজ মনের কথা জানানোর সঙ্গে এমন উপহার দিন যাতে প্রকাশ পাবে আপনার মনের অনুভূতি। দিনটি করে তুলুন একেবারে অন্য রকম। সঠিক ভাবে পরিকল্পনা করে নিন। এই অনুসারে পালন করুন প্রপোজ ডে। আজ পছন্দের মানুষকে প্রেমে প্রস্তাব দেওয়ার সঙ্গে দিন এমন উপহার, গাঢ় হবে ভালোবাসার রঙ।

 

আরও পড়ুন

কেন পালিত হয় প্রপোজ ডে, জেনে নিন এই বিশেষ দিনে কেমনভাবে শুভেচ্ছা জানাবেন

চুলের রং কি তিনদিনও স্থায়ী হয় না? এই টিপস সাদা চুল চট করে ফিরতে দেবে না

ইয়ার বাডস দিয়ে কান পরিষ্কার করতে গিয়ে ঘটতে পারে বড় বিপত্তি, জেনে নিন সঠিক উপায়

 

PREV
click me!

Recommended Stories

এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, সপ্তাহের সবচেয়ে "ওয়র্স্ট ডে অফ দ্য উইক" দিনটিকে স্বীকৃতি দিল
Egg Shells: ডিমের খোসা ফেলে না দিয়ে ব্যাবহার করতে পারেন এই বিশেষ কয়েকটি উপায়?