গত ৭ তারিখ রোজ ডে দিয়ে শুরু হয়েছে উৎসব। একে একের প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, হাড ডে, কিস ডে আর শেষে ভ্যালেন্টাইন্স ডে। সপ্তাহের শেষ দিন হল কিস ডে। এর পরই পালিত হল ভ্যালেন্টাইন্স ডে। গোটা ফেব্রুয়ারি জুড়ে পালিত হয়েছে নানান প্রেমের দিন।। সকলেই নিজের মতো করে পালম করেছেে দিনগুলো।