কাচের মতো ঝকঝক করবে বাসন! থাকবে না একটাও দাগ, শুধু ব্যবহার করুন এই ফল

কাচের মতো ঝকঝক করবে বাসন! থাকবে না একটাও দাগ, শুধু ব্যবহার করুন এই ফল

Anulekha Kar | Published : Sep 18, 2024 3:19 PM IST
17
বাসন ঝকঝকে করবে কলার ছাল!

কলা প্রায় প্রত্যেকেরই প্রিয় ফল। এই ফল চিরকালই স্বাস্থ্যগুণে ভরপুর।

27
বাসন ঝকঝকে করবে কলার ছাল!

তবে এর ছালে কী কী ম্যাজিক আছে তা অনেকেই জানেন না।

37
বাসন ঝকঝকে করবে কলার ছাল!

জানলে অবাক হবেন বাসন পরিষ্কার করতে অত্যন্ত উপকারী কলার ছাল।

47
বাসন ঝকঝকে করবে কলার ছাল!

কলার ছালের ব্যবহারে একেবারে ঝকঝক করে বাসন।

57
বাসন ঝকঝকে করবে কলার ছাল!

যেকোনও বাসনের দাগ নিমেষে দূর হয়ে যায় কলার ছালের ব্যবহারে।

67
বাসন ঝকঝকে করবে কলার ছাল!

আসুন জেনে নেওয়া যাক কলার ছাল দিয়ে বাস পরিষ্কার করার সহজ কিছু উপায়।

77
বাসন ঝকঝকে করবে কলার ছাল!

প্রথমে ভাল করে ফুটিয়ে নিতে হবে কলার ছাল। এরপর জল ঠান্ডা হয়ে গেলে তাতে বাসন ভিজিয়ে রাখতে হবে। এতেই মিনিটে দূর হয়ে যাবে বাসনের জেদি দাগ।

Share this Photo Gallery
click me!

Latest Videos