ঘরে আর একটাও টিকবে না টিকটিকি! দেওয়ালের কোনও কোণায় দেখা যাবে না লিজার্ড, গোপন টোটকাই কাজে দেবে

Published : Jun 29, 2024, 10:23 PM IST
Lizard

সংক্ষিপ্ত

ঘরে আর একটাও টিকবে না টিকটিকি! দেওয়ালের কোনও কোণায় দেখা যাবে না লিজার্ড, গোপন টোটকাই কাজে দেবে

টিকটিকি দেখলেই গায়ে জ্বর আসে এমন মানুষের সংখ্যা অসংখ্য। ঘরের এদিক-ওদিকে টিকটিকে দেখলেই ঘেন্না লাগে

গোল মরিচ স্প্রে

গোল মরিচের স্প্রে টিকটিকি তাড়ানোর সব থেকে বড় টোটকা! জলে গোল মরিচ গুঁড়ো মিশিয়ে বিশেষ তরল তৈরি করে টিকটিকি এলেই তার গায়ে স্প্রে করে দিন। ব্যাস ঘরে একটাও টিকটিকি আর থাকবে না।

লাল লঙ্কার গুঁড়ো

এ ছাড়া লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্স ব্যবহার করা যেতে পারে। এই তরল দেওয়ালে স্প্রে করে রাখলে আর ঘরে টিকটিকে টিকে থাকতে পারে না।

রসুন ও পেঁয়াজ

টিকটিকি দূরে রাখতে ঘরে কিছু পেঁয়াজের টুকরো বা কাঁচা রসুনের কোয়া রাখুন। এতে টিকটিকি আর ঘরে থাকবে না।

ন্যাপথলিন

ন্যাপথলিন পিষে একটি স্প্রে বোতলে ঢুকিয়ে তাতে জল ও ২ চামচ ডেটল মিশিয়ে পুরো ঘরের কোণে ছিটিয়ে দিতে হবে। এতে টিকটিকি ঘর থেকে দূরে থাকবে।

PREV
click me!

Recommended Stories

শীতের মরশুমে বাড়িতেই চাষ করে ফেলুন এই সবজিগুলো, রইল বাগান তৈরির টিপস
সাধারণ সদর দরজাও হবে বিলাসবহুল, জেনে নিন ৬টি পর্দার আইডিয়া