১৯০ বছরের পুরান এই বাড়ির পুজোয় রয়েছে দারুণ চমক! উত্তর কলকাতার বুকে সামাজিক বার্তা দেয় কুণ্ডুরা

Published : Oct 01, 2024, 12:16 PM IST
DURGA PUJA 2024

সংক্ষিপ্ত

১৯০ বছরের পুরান এই বাড়ির পুজোয় রয়েছে দারুণ চমক! উত্তর কলকাতার বুকে সামাজিক বার্তা দেয় কুণ্ডুরা

শহর কলকাতার বুকেই রয়েছে আরও একটা বনেদি বাড়ি। উত্তর কলকাতায় হাতি বাগানের মোড়ে স্টার থিয়েটার। তার পাশেই কলকাতা পুরনিগমের কার্যালয়। যার গা ঘেঁষে চলে গিয়েছে নটী বিনোদিনী সরণী। এই রাস্তাতেই রয়েছে বিনোদিনীর বাড়ি আর সেই বাড়ির উলটো দিকে রয়েছে কুণ্ডু বাড়ি। এই বাড়ির বয়স ১৯০ বছর।

বহু বছর ধরেই পুজোর সময় ভিড় জমে এই বাড়ির দালানে। বেশিরভাগেরই এই বাড়ির সঙ্গে কোনও সম্পর্ক নেই। সবাই আসেন মা দুর্গার টানে। বহুদিন ধরেই এই বাড়ির দুর্গাপুজো বেশ জনপ্রিয়তা পেয়েছে মানুষের মনে।

এই পুজোর বয়স বেশি না হলেও কুণ্ডু বাড়ির পুজো নিয়ে এত আগ্রহ কেন?

এই প্রসঙ্গে এই বাড়ির কর্তা জয়দীপ কুণ্ডু জানিয়েছেন, " হয়তো প্রথম থেকে যেভাবে এই বাড়ির পুজো পরিবেশ রক্ষা ও বাঘ রক্ষা নিয়ে বার্তা দিয়েছে তা মানুষের মন জয় করেছে।"

জয়দীপ বাবু বাঘ ও বনাঞ্চল রক্ষা বিষয়ক একটি সংস্থার সঙ্গে যুক্ত। এই লড়াইয়ের সহ যৌদ্ধা হলেন সুচন্দ্রা কুণ্ডুও। এই দম্পতিই মিলে শুরু করেছেন দুর্গাপুজো।

তবে এ বাড়ির পুজো সিংহ বাহিনী নন, এই পুজোয় মায়ের বাহন হলেন বাঘ। কিন্তু কেন এমন বদল? এই প্রসঙ্গে জয়দীপ বাবু জানান, এত বছর ধরে ব্যাঘ্র সংরক্ষণ নিয়ে তাঁদের লড়াই চলছে তাই মায়ের বাহন বাঘ।

বাঘ রক্ষার পাশাপাশি এই বাড়ির পুজোতে পরিবেশ রক্ষারও বার্তা থাকে। একচালা প্রতিমার পিছনে থাকে চালচিত্র। এতে থাকে বাঘের নানা ধরনের প্রতিকৃতি এই পুজোতেও তার ব্যতিক্রম হচ্ছে না..।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

AI আনছে চিকিৎসার নতুন যুগ, জেনে নিন ২০২৫-এর সেরা হেলথ কেয়ার ট্রেন্ড
লিফটে আয়না কেন থাকে? জানুন এর পেছনের মনস্তাত্ত্বিক ও নিরাপত্তাজনিত কারণগুলি