রান্নার তেলে লুকিয়ে মেশানো হচ্ছে এই জিনিস! যেকোনও সময়ে মৃত্যু ডেকে আনতে পারে এই উপাদান, সাবধান না হলেই বিপদ

রান্নার তেলে লুকিয়ে মেশানো হচ্ছে এই জিনিস! অজান্তে রান্না করলেই হার্ট অ্যাটাক

Anulekha Kar | Published : Sep 24, 2024 8:55 AM IST
18
রান্নার তেলে লুকিয়ে মেশানো হচ্ছে এই জিনিস!

এই তেল খেলে হৃদরোগ হবেই। যেকোনও মুহূর্তে দানা বাঁধবে হার্ট অ্যাটাক! শরীর সুস্থ রাখতে এই তেল খাওয়া এড়িয়ে চলতেই হবে।

28
রান্নার তেলে লুকিয়ে মেশানো হচ্ছে এই জিনিস!

তেলের দাম যেভাবে বেড়ে চলেছে তাতে বাজারে খুব কম দামে একটি রান্নার তেল পাওয়া যায়।

38
রান্নার তেলে লুকিয়ে মেশানো হচ্ছে এই জিনিস!

এই তেল হল মালয়েশিয়ার পামোলিন তেল। বাজারে ৪০ থেকে ৬০ টাকায় লিটারে বিক্রি হয় এই তেল।

48
রান্নার তেলে লুকিয়ে মেশানো হচ্ছে এই জিনিস!

সরষের ও নারকেল তেলের দাম তুলনামূলক ভাবে বেড়ে যাওয়ায় এই তেলের আমাদানি ভীষণ ভাবে বেড়েছে।

58
রান্নার তেলে লুকিয়ে মেশানো হচ্ছে এই জিনিস!

এই তেলের কারণে শরীরে মারাত্মক প্রভাব পড়ে। গবেষণায় দেখা গিয়েছে এই তেলে ট্রান্স ফ্য়াটের পরিমাণ অনেক বেশি। এই ফ্যাট হৃদরোগের ঝুঁকি ভীষণ ভাবে বাড়িয়ে দেয়।

68
রান্নার তেলে লুকিয়ে মেশানো হচ্ছে এই জিনিস!

এই তেল নিয়মিত খেলে হার্ট অ্যাটাক, ব্রেইন স্ট্রোক, এবং উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়।

78
রান্নার তেলে লুকিয়ে মেশানো হচ্ছে এই জিনিস!

যে সমস্ত পরিবারের লোকেরা রিফাইন্ড অয়েল খাচ্ছেন সেই তেলগুলোয় বেশি পরিমাণে হার্টের সমস্যা দেখা দেয়।

88
রান্নার তেলে লুকিয়ে মেশানো হচ্ছে এই জিনিস!

এই তেল ভাল উচ্চমানের তেলের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হয়। যাতে মানুষ অজান্তেই নিজের বিপদ ডেকে আনেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos