জিপ ঠিক করার জন্য
অনেক সময় প্যান্ট, জ্যাকেট বা ব্যাগের জিপ নষ্ট হয়ে যায়। অথবা আটকে যায়। এর ফলে এগুলো খুলতে বা বন্ধ করতে অনেক কষ্ট করতে হয়। আবার অনেকে জিপ নষ্ট হয়ে গেলে নতুন করে লাগিয়ে নেন।
কিন্তু ছোট ছোট সাবানের টুকরো দিয়ে এই সমস্যা সহজেই সমাধান করা যায়। এজন্য একটি সাবানের টুকরো নিয়ে জিপের উপর ঘষুন। এরপর জিপটি খুলে উপরে এবং নীচে করুন। এতে জিপ ঠিক হয়ে যাবে।