কোন সবজিতে হলুদ ব্যবহার করবেন না
বেগুনের রান্নায় হলুদ ব্যবহার করবেন না
সাধারণত রান্নার রঙ এবং স্বাদ বাড়াতে হলুদ ব্যবহার করা হয়। কিন্তু বেগুনের রান্নায় হলুদ ব্যবহার না করার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কারণ হলুদ বেগুনের স্বাদ ও গঠন নষ্ট করে। এছাড়াও হলুদের কারণে বেগুনের রান্না তেতো হয়ে যায়। তাই বেগুনের রান্নায় হলুদ ব্যবহার করবেন না।