সাবধান! পুজোর আগে মুখে থ্রেডিং করালে মেনে চলবেন এই কটি গুরুত্বপূর্ণ বিষয়

Published : Sep 25, 2025, 02:37 PM IST
7 Beauty Hacks How to Use leftover and Expired Eyeshadow

সংক্ষিপ্ত

Beauty Tips: আইব্রো থ্রেডিং এর পরে থাকছেন তো সাবধান? তাহলে অবলম্বন করুন কিছু বিশেষ পদ্ধতি 

Beauty Tips: পুজোর সময় শরীর চর্চা করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে খুব কম। যদিও পুজোর সময় নয় সারা বছরই টুকটাক করে লেগেই থাকে। তবে পুজোরি কটা দিনের জন্য যেভাবে মেয়েরা নিজেদেরকে সুন্দর করে আরো পেতে চান তারা নিজের ত্বক চর্চা এবং চুলের চর্চা মাত্রা এই সময় আরো বাড়িয়ে দেন। 

আর করবেন নাইবা কেন? বছরেই পাঁচটা দিন দুর্গা পুজোর সম্ভারে চারিদিক আলোকিত হয়ে ওঠে এবং সকলের দিন খুশির জোয়ারে বানভাসি। এই সময় মহিলারা পার্লারে থ্রেডিং করান ফেসিয়াল করান ব্লিচিং করান কিন্তু কখনো ভাবছেন কি আপনার ত্বকের ওপরে একটার পর একটা চাপ চলতে থাকে। বলতে গেলে ত্বক সেখানে বিশ্রাম পাওয়ার সুযোগ পায় না। থ্রেডিং করে আসার পরে অনেকের ত্বক প্রচন্ড সেনসিটিভ হয়ে থাকে। 

সে ক্ষেত্রে ত্বকে অনেকের লাল র‍্যাশ বা চাকা চাকা মত লাল স্পট দাঁড়িয়ে যায়। সে ক্ষেত্রে হতে পারে ত্বকে ইচিং দেখা দিতে পারে কোন সাইড এফেক্ট। এই কারণে ত্বকের যত্ন নেওয়াটা তো সেক্ষেত্রে খুবই জরুরী। তাহলে এইরকম অবস্থায় কি করবেন?

আই-ব্রো করার পর বা মুখে থ্রেডিং করার পর বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে। এড়িয়ে চলতে হবে বেশ কিছু ভুলত্রুটি। কী কী মেনে চলবেন এক্ষেত্রে জেনে নিন।

* আই-ব্রো করার পর বা মুখে থ্রেডিং করার পর অবশ্য বাড়ি ফিরে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। এরপর চাইলে মুখে জ্বালা ভাব এড়াতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।

* চেষ্টা করুন থ্রেডিং করার পর সরাসরি রোদে বেশি না বেরতে। এছাড়াও রাসায়নিকযুক্ত ফেশওয়াশ ব্যবহার করা বা মুখে গরম স্টিম নেওয়ার মতো এই বিষয়গুলি এড়িয়ে চলুন।

* থ্রেডিং করার ২৪ ঘন্টার মধ্যে কোনওরকমের মেকআপ না করার চেষ্টা করুন। একইসঙ্গে কনরকম অ্যান্টি-এজিং ক্রিম বা এই ধরনের কিছু ব্যবহার ওইদিন না করার চেষ্টাই করুন। তাতে মুখের রোমকূপ বন্ধ হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।

* যথাসম্ভব মুখের ত্বককে হাইড্রেটেড রাখার চেষ্টা করুন। ত্বক অতিরিক্তি শুষ্ক হয়ে গেলেও বিভিন্ন সমস্যা দেখা যায় থ্রেডিং করার পর। তাই চেষ্টা করুন আই-ব্রো বা মুখাবয়বে থ্রেডিং করার পর যথাসম্ভব নিয়ম মেনে চলার।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ঝাঁ চকচকে অফিসে বসেও কাজ করতে আপনার ইচ্ছা নেই? তাহলে হতে পারে এই কারণগুলি
মদ্যপানেই স্বস্তি ও ফুরফুরে মন, জবাব পাওয়া যেতে পারে মানুষের পূর্বপুরুষের অভ্যেস বিবেচনায়