বিবাহের পর মহিলাদের ওজন কেন বাড়ে জানেন! এই বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

 

অনেকে বিশ্বাস করেন যে পুরুষের বীর্য মহিলাদের শরীরে প্রবেশ করার কারণে তারা মোটা হয়ে যান। কিন্তু এতে কোন সত্যতা নেই।

 

deblina dey | Published : Oct 27, 2024 11:08 AM IST / Updated: Oct 27 2024, 04:39 PM IST
15

আপনি হয়তো লক্ষ্য করেছেন যে অনেক মহিলা বিয়ের পর অপ্রত্যাশিতভাবে ওজন বেড়ে যায়। শ্বশুরবাড়িতে গিয়ে সেখানকার খাবার বেশি খেয়ে ওজন বেড়ে গেছে বলে অনেকেই মনে করেন। কিন্তু এর পেছনে অন্য কারণ রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কী সেই কারণ…

25

বিয়ের পর মহিলারা প্রায় পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত ওজন খুব সহজেই বেড়ে যান। অনেকেই মনে করেন, বিয়ের পর যৌন জীবনের কারণে ওজন বাড়ে। পুরুষের বীর্য মহিলাদের শরীরে প্রবেশ করার কারণে তারা মোটা হয়ে যান বলে অনেকেই বিশ্বাস করেন। কিন্তু এতে কোন সত্যতা নেই।

35

পুরুষের ৩ মিলি থেকে ৫ মিলি বীর্য মহিলার শরীরে গেলে তার ফলে ওজন বাড়ার কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ এতে কোনও সত্যতা নেই। মহিলাদের ওজন বাড়ার পেছনে অন্য কারণ রয়েছে।

45

মহিলারা তাদের জীবনযাত্রার পরিবর্তনের কারণে ওজন বাড়ান। বিয়ের আগে বাড়িতে তাদের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, ডায়েট আলাদা থাকে। কিন্তু হঠাৎ বিয়ের পর শ্বশুরবাড়িতে আসার ফলে, সেখানকার ভিন্ন জীবনযাত্রার কারণে, তাদের ওজন বেড়ে যায়।

55

শুধু তাই নয়, বিয়ের পর নতুন অবস্থায় স্ত্রী স্বামীর সাথে খাবার খান। আনন্দে বেশি খেয়ে ফেলেন। এর ফলেই অজান্তেই ওজন বেড়ে যায়। আরেকটি কারণ হলো মানসিক চাপ। অনেক মহিলা মানসিক চাপের কারণেই ওজন বেড়ে যায়। মানসিক চাপের কারণে হরমোনের পরিবর্তন ঘটে। মানসিক চাপের কারণে নিঃসৃত হরমোনগুলি কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খাওয়ার ইচ্ছা বাড়ায়। ফলে ওজন বেড়ে যায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos