বিচিত্র মুখভঙ্গিতে মার্শাল আর্ট চর্চা একরত্তির, নেট দুনিয়ায় ভাইরাল লিটল জ্যাকি চ্যান

  • একরত্তির কাঁধে মার্শাল আর্টের পাহাড় সমান বোঝা
  • চাপ সইতে না পেড়ে কেঁদে ভাসাচ্ছে
  • তবু হাল ছাড়ছে না
  • একরত্তির মার্শাল আর্ট চর্চায় বুঁদ নেট দুনিয়া 

deblina dey | Published : May 5, 2020 11:03 AM IST / Updated: May 05 2020, 04:40 PM IST

এক রত্তি শিশু, তার কাঁধে মার্শাল আর্টের পাহাড় সমান বোঝা। অকালে এই চাপ সইতে না পেড়ে কেঁদে ভাসাচ্ছে প্রতি মুহূর্ত। তবু হাল ছাড়ছে না।  এমনই একটি মজার ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ফেসবুকে নাইনটিনাইন নামের একটি পেজে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। আর তাতে ক্যাপশনে লেখা রয়েছে "লিটল জ্যাকি চ্যান"। মার্শাল আর্ট মানেই জ্যাকি চ্যানের নাম উঠে আসবে এটা জানা কথা। তবে কেন এই একরত্তিকে জ্যাকি চ্যানের সঙ্গে তুলনা করা হল তা এই ভাইরাল হওয়া ভিডিওটি দেখলেই বুঝকে পারবেন। দেখে নিন ভাইরাল হওয়া ভিডিওটি-

 

Genius is one percent inspiration and ninety-nine percent perspiration.

Posted by 1999 on Thursday, 5 September 2019

 

ভিডিওটি শুধু এই পেজেই নয়, সোশ্যাল মিডিয়া জুড়ে বহু পেজএ এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। যা নিয়ে রীতিমত চর্চা শুরু হয়ে যায়। এত ছোট বয়স থেকে এই রকম অনুশীলন যদি চালিয়ে যেতে পারে বড় হয়ে তাঁর স্কিল কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন অনেকেই। আবার অনেকে বলেছেন একটা বাচ্চার ছোটবেলা জোড় করে এভাবে নষ্ট করে দেওয়ার কোনও মানেই হয় না। ভিডিওটি দেখে আপনিও জানান আপনার মতামত।

Share this article
click me!