সুস্থ সম্পর্ক রাখতে চান! তা হলে ৭টি জিনিস মাথায় রাখুন

  • প্রেমে পড়া আর প্রেম টিকিয়ে রাখা, দুটির মধ্য়ে রয়েছে বিস্তর ফারাক
  •  প্রেমে পড়ার সময়ে মনে হয় যেন ফুল বিছানো রাস্তায় হাঁটছেন
  • কয়েক মাস গেলেই সেই ফুলের কাঁটা ফুটতে থাকে
  • সেখান থেকে প্রেম ভেঙেও যায়
swaralipi dasgupta | Published : Jul 17, 2019 1:10 PM IST


প্রেমে পড়া আর প্রেম টিকিয়ে রাখা, দুটির মধ্য়ে রয়েছে বিস্তর ফারাক। প্রেমে পড়ার সময়ে মনে হয় যেন ফুল বিছানো রাস্তায় হাঁটছেন। কয়েক মাস গেলেই সেই ফুলের কাঁটা ফুটতে থাকে। সেখান থেকে প্রেম ভেঙেও যায়। কিন্তু অনেকেই চান তাঁদের সম্পর্ক দীর্ঘমেয়াদী হোক। কিন্তু এর জন্য ৭ টি বিষয় মাথায় রাখা প্রয়োজন। জেনে নেওয়া যাক সেগুলি কী কী- 

১) ধৈর্য- যার ধৈর্য আছে সে অনেকটাই এগিয়ে থাকে। প্রেমের ক্ষেত্রে ধৈর্য খুব প্রয়োজন। মাথা গরম হলেই ধৈর্যের বাধ ভেঙে যা 
খুশি বলে দিলে সেই সম্পর্ক টিকবে না। 

Latest Videos

বাস্তুমতে বিয়ের তত্ত্বে এই জিনিসগুলি দেওয়া একেবারেই শুভ নয়

২) বিশ্বাস- বিশ্বাস ছাডা় কখনওই প্রেম হয় না। তাই বিশ্বাস করতে শিখুন। বিশ্বাস রাখতেও শিখুন। 

৩) আচরণ- পরস্পরের প্রতি দুর্ব্যবহার করলে সেই সম্পর্ক  মোটেই দীর্ঘস্থায়ী হয় না। তাই পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হন। 

৪) স্বীকৃতি- শুধু প্রেম করলেই হয় না। প্রেমকে স্বীকৃতি দেওয়াটাও জরুরি। তাই প্রেম করলে তা স্বীকার করুন। 

৫) স্নেহ ও আকর্ষণ- ভালোবাসার মানুষের প্রতি স্নেহশীল হন। আকর্ষণ যাতে কমে না যায় সেদিকেও খেয়াল রাখুন। 

৬) স্পেস- সঙ্গীর সঙ্গে সময় কাটাতে ভালো লাগে মানে সব সময়েই তাঁর খোজ খবর জোর করে নেবেন না। তাঁকেও তাঁর মতো থাকতে দিন। 

৭) নমনীয়তা- সম্পর্কে নমনীয় হলে ইগো নষ্ট হয় না। বলে একটা মানুষের সঙ্গে সম্পর্ক টিকে যায়। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে অবশ্যই নমনীয় হতে হয়। 

Share this article
click me!

Latest Videos

মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু