সিল্কি ও স্মুদ চুল কে না চায়। চুল সিল্কি করতে আমরা কত কী করে থাকি। চলে বাজার চলতি প্রোডাক্ট ও ঘরোয়া টোটকার ব্যবহার। এবার লাগান অ্যাপেল সিডার ভিনিগার। চুল সিল্কি করতে এই ভূমিকা বিস্তর। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।
সিল্কি ও স্মুদ চুল কে না চায়। চুল সিল্কি করতে আমরা কত কী করে থাকি। শ্যাম্পু, কনডিশনার, হেয়ার মাস্ক থেকে হেয়ার প্যাক- কত কী ব্যবহার করে থাকি আমরা। তবে, এতে যে চুল সিল্কি হয় তা নয়। এর সঙ্গে চলে ঘরোয়া টোটকার ব্যবহার। চুল নরম করতে দই, মধু সবই ব্যবহার করেন অনেকে। এবার লাগান অ্যাপেল সিডার ভিনিগার। চুল সিল্কি করতে এই ভূমিকা বিস্তর। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।
একটি পাত্রে ১ কাপ জল নিন। তাতে মেশান ২ থেকে ৩ টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার। ভালো করে মেশান। এরা মিশ্রণটি দিয়ে চুল ধুয়ে নিন। ৫ মিনিট রাখুন। আবার পরিষ্কার জলে ধুয়ে নিন। শ্যাম্পু করার পর এই জলে চুল ধুয়ে নেবেন।
অ্যালোভেরা ও অ্যাপেল সিডার ভিনিগারের প্যাক বানাতে পারেন। একটি অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তার সঙ্গে মেশান অ্যাপেল সিডার ভিনিগার। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে ডগা পর্যন্ত লাগান। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। এতে চুল সিল্কি হবে।
অ্যাপেল সিডার ভিনিগার ও এসেন্সিয়াল অয়েল মিশিয়ে লাগাতে পারেন। একটি পাত্রে অ্যাপেল সিডার ভিনিগার নিন। তাতে কয়েক ফোঁটে এসেন্সিয়াল অয়েল দিন। এবার এই মিশ্রণ দিয়ে স্ক্যাল্পে মাসাজ করুন। তারপর শ্যাম্পু করে নিন। এতে চুল হবে সিল্কি।
তবে, অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহারের ক্ষেত্রে কয়টি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, চুলের লেন্থ বুঝে অ্যাপেল সিডার ভিনিগার নিন। প্রয়োজনের অতিরিক্ত এই উপকরণ দেবেন না। এতে চুলের ক্ষতি হতে পারে। তেমনই, অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহারে সময় খেয়াল রাখবেন যেন তা আপনার চোখে লেগে না যায়। এতে জ্বালা অনুভব করতে পারেন। এমনকী, চোখের ক্ষতি হতে পারে। ভালো কোম্পানির অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করবেন। বিভিন্ন দামের ও বিভিন্ন কোম্পানির অ্যাপেল সিডার ভিনিগার পাওয়া যায়। তবে, ভালো মানের বেছে নেওয়া দরকার। তা না হলে চুলের ক্ষতি হতে পারে। আর কালার চুলে ভুলেও অ্যাপেল সিডার ভিনিগার দেবেন না। এতে চুলের রঙে খারাপ প্রভাব পড়বে। এবার থেকে চুল সিল্কি করে অ্যাপেল সিডার ভিনিগার লাগান। তবে, তা সঠিক ভাবে ব্যবহার করবেন।
আরও পড়ুন- আপনার পিরিয়ডস কি ভীষণ ভাবে অনিয়মিত, তাড়াতাড়ি পিরিয়ড হওয়ার সহজ উপায়
আরও পড়ুন- ক্রিকেট ব্যাট দিয়ে স্বামীকে পেটাল স্ত্রী, আদালতে জমা দেওয়া প্রমাণের সিসিটিভি ফুটেজ ভাইরাল
আরও পড়ুন- মোবাইলের ব্যাটারি মিনিটেই শেষ হয়ে যায়, তবে এই সহজ উপায়গুলি অবশ্যই ট্রাই করুন