পাকা চুলের সমস্যায় ভুগছেন! মাত্র একমুঠো মেথিতেই ফল পান ম্যাজিকের মতো

  • হয়তো ৩০-ও পেরোয়নি। কিন্তু মাথা ভরে গিয়েছে পাকা চুলে।
  • এ ঘটনা মোটেই বিরল নয়।
  • বহু মানুষের এই সমস্যায় পড়তে  হয়। 
     
swaralipi dasgupta | Published : May 27, 2019 3:40 PM IST

হয়তো ৩০-ও পেরোয়নি। কিন্তু মাথা ভরে গিয়েছে পাকা চুলে। এ ঘটনা মোটেই বিরল নয়। বহু মানুষের এই সমস্যায় পড়তে  হয়। 

আর একবার চুলের ফাঁক দিয়ে পাকা চুল উঁকি  মারলেই যেন মাথায়ও বাজ পড়ে। কোনও  ভাবে তখন বাকি চুল দিয়ে পাকা চুল ঢেকে রাখতে হয়। অথবা পার্লারে চুলে কালার করাতে হয়। কিন্তু এই সব কালারে কেমিক্যাল থাকে। ফলে চুলের ক্ষতি হয় তাতে। কিছু ক্ষেত্রে চুল বেশি মাত্রায় পাকতে থাকে। কিন্তু জানেন কি পাকা চুলের সমস্যা থেকে একটি ঘরোয়া উপায় ব্যবহার করেই বাঁচা যায়। আর সেই সমাধানের জন্য বেশি কাঠখড় পোড়াতে লাগবে না আপনাকে। কারণ রান্নাঘরেই রয়েছে এই ঘরোয়া টোটকা। 

Latest Videos

এক জাতীয় হেলথ ওয়েবসাইট থেকে জানা গিয়েছে,, মাত্র একমুঠো মেথি দিয়ে তৈরি করা যাবে এই ঘরোয়া টোটকা। মেথির মধ্যে থাকে লিকিথন, অ্যামিনো অ্যাসিড। চুলের জন্য এই উপাদানগুলি ভাল। 

কিন্তু কীভাবে ব্যবহার করবেন- 

নারকেল তেলের মধ্যে মেথির দানা দিয়ে তা গরম করুন। তেল ফুটলে নামিয়ে নিন। এবার মেথির দানা বাদ দিয়ে তেল ছেঁকে নিন। শ্যাম্পু করার ২ ঘণ্টা আগে বা আগের দিন রাতে ভাল করে তেল দিয়ে মাসাজ করুন। ভাল করে শ্যাম্পু করে নিন। নিয়মিত এই টোটকা ব্যবহার করলে পাকা চুলের সমস্যা কমবে।  
 

Share this article
click me!

Latest Videos

'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today