Mother's Day 2022: মাতৃ দিবসে কীভাবে মাকে শুভেচ্ছা জানাবেন, দেখে নিন মন ছুঁয়ে যাওয়া বার্তাগুলি

১৯০৭ সাল থেকে মাতৃ দিবস বা মাদারস ডে পালন করা হয়। জুলিয়া ওয়ার্ড হাউ ও আনা জার্ভিসের নামে দুই মহিলার উদ্যোগে ওয়েস্ট ভাজিনিয়ার গ্রাফটনের অ্যান্ড্রুস মেথডিস্ট এপিস্কোপাল চার্চে প্রথম মাতৃ দিবস পালন করা হয়।

১৯০৭ সাল থেকে মাতৃ দিবস বা মাদারস ডে পালন করা হয়। জুলিয়া ওয়ার্ড হাউ ও আনা জার্ভিসের নামে দুই মহিলার উদ্যোগে ওয়েস্ট ভাজিনিয়ার গ্রাফটনের অ্যান্ড্রুস মেথডিস্ট এপিস্কোপাল চার্চে প্রথম মাতৃ দিবস পালন করা হয়। দুই মহিলা নিজের মায়েদের দ্বারা দারুণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। পরবর্তী পাঁচ বছরের মধ্যে গোটা দেশেই এই দিনটি বিশেষভাবে পালন করা হয়। মে মাসের দ্বিতীয় রবিবার মাদাসডে হিসেবে পালন করা হয়। মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ১৯১৪ সালে এই দিনে জাতীয় ছুটি ঘোষণা করেন। 

যাইহোক এক নজরে দেখে নিন এই বিশেষ দিনটির বিশেষ বার্তা-
সাধারণ বার্তা
এই দিনটি মা তোমাকে ভালবাসা জানাই। তোমার শুভ কামনা করি। 
বিশ্বের লক্ষ লক্ষ সন্তানদের মধ্যে আমি কৃতজ্ঞ যে তুমি আমার মা। 
তুমি আমার জন্য যা কিছু করেছো তার জন্য আমি কৃতজ্ঞ। তোমাকে ধন্যবাদ জানাব না। কারণ তুমি আমার মা। তুমি কর্তব্য করনি। তুমি যা করেছ তা মনে থেকে আর ভালবেসে করেছো। 
আমার বাড়িতে আরও সুন্দর করে দিয়েছো তুমি- আর তুমি হলে আমার মিষ্টি মা। 

Latest Videos

মাতৃ দিবসের বিশেষ বার্তা 
গ্রহণযোগ্যতা সহনশীলতা সাহসিকতা সহানুভূতি- এগুলি আমার মা আমাগে শিখিয়েছে- লেডি গাগা
আমার মাকে বর্ণনা করার জন্য তাঁর নিখুঁত শক্তির সঙ্গে তুলনা করা চলে একটি হ্যারিকেন ঝড়ের। - মায়া অ্যাঞ্জেলো
সব নারী তাদের মায়ের মতো হয়ে ওঠে। এটাই তাদের ট্যাজেডি। কোনও মানুষ করে না। ওটা তার- অস্কার ওয়াইল্ড 
মা একটি ক্রিয়াপদ। তারা আপনার জন্য কিছু করে কিন্তু তোমাকে তার জন্য কিছু করতে হয় না। - চেরিল লেসি ডোনোভান
সন্তান থাকা- ভালো, সদয় নৈতিক  দায়িত্বশীল মানুষদের লালনপালনের দায়িত্ব- যে কেউ শুরু করতে পারে এটা একটা বড় কাজ যেকেউ এটা ককতে পারে। - মারিয়া শ্রীভার
মাতৃত্বের খুব মানবিক প্রভাব রয়েছে। সবকিছুই অপরিহার্য হয়ে যায়।- মেরিল স্ট্রিপ। 

মাতৃ দিবসে কিছু মজার বার্তা
তোমার প্রিয় সন্তানদের পক্ষ থেকে তোমাকে মাতৃদিবসের শুভেচ্ছা জানাচ্ছি। 
মা তুমি আমার ভাইবোনেদের সঙ্গে খারাপ ব্যবহার করোনি। কিন্তু আমরা তোমার সঙ্গে করেছে। আজ মাতৃ দিবসে সব ভুলে যেও। 
মা আমাদের সঙ্গে নিয়ে পথ চলার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি আমাদের নিয়ে অনেক চ্যালেঞ্জ নিয়েছ। 
মা তুমি আমার বন্ধু, সেরা শিক্ষক। আর সস্তার পরামর্শদাতা। তোমাকে শুভেচ্ছা মা। 
 

Share this article
click me!

Latest Videos

Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul