'মাদার্স ডে'-তে কীভাবে মা-কে সারপ্রাইজ দেবেন ভাবছেন, মায়ের পছন্দ মতোই প্ল্যান করে নিন চটপট

রাত পোহালেই মাদার্স ডে। বছরের এই দিনটা শুধুই মায়ের। মায়ের কোনও বিকল্প নেই, প্রতিটা দিনই মায়ের। তবে মে মাসের দ্বিতীয় রবিবার অর্থাৎ ৮ মে মাতৃ দিবস পালন করা হয়। যদিও প্রতিটা দিনই বিশ্ব মাতৃ দিবস। অর্থাৎ আগামীকাল সারা বিশ্ব জুড়ে পালন করা হবে বিশ্ব মাতৃ দিবস। এই বিশেষ দিনটিকে মায়েদের সম্মান জানানোর জন্যই নির্দিষ্ট করা হয়েছে। মা এমনই একটা জিনিস যার সঙ্গে পৃথিবীর কোনও দামী বস্তুর তুলনা হয় না। প্রতিটি মানুষের জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ মা। আর এই মায়ের জন্য কোনও বিশেষ দিনের দরকার হয় না। মায়ের জন্য সম্মান, ভালবাসা, শ্রদ্ধা জানাতেই এই বিশেষ দিনের আয়োজন।

রাত পোহালেই মাদার্স ডে। বছরের এই দিনটা শুধুই মায়ের। মায়ের কোনও বিকল্প নেই, প্রতিটা দিনই মায়ের। তবে মে মাসের দ্বিতীয় রবিবার অর্থাৎ ৮ মে  মাতৃ দিবস পালন করা হয়। যদিও প্রতিটা দিনই বিশ্ব মাতৃ দিবস। অর্থাৎ আগামীকাল সারা বিশ্ব জুড়ে পালন করা হবে বিশ্ব মাতৃ দিবস।  এই বিশেষ দিনটিকে মায়েদের সম্মান জানানোর জন্যই নির্দিষ্ট করা হয়েছে।  মা এমনই একটা জিনিস যার সঙ্গে পৃথিবীর কোনও দামী বস্তুর তুলনা হয় না। প্রতিটি মানুষের জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ মা। আর এই মায়ের জন্য কোনও বিশেষ দিনের দরকার হয় না। মায়ের জন্য সম্মান, ভালবাসা, শ্রদ্ধা জানাতেই এই বিশেষ দিনের আয়োজন। 

মায়ের জন্য নির্ধারিত এই স্পেশ্যাল দিনটি শুধু মায়ের। তাই বিশেষ এই দিনে প্রত্যেকেই নিজের মতোন করে মাকে বিশেষ সম্মান জানায়। তবে কীভাবে মাকে সারপ্রাইজ দেবেন, আর কীভাবেই বা মাকে প্যাম্পার করবেন তা নিয়ে চিন্তা করছেন অনেকেই। হাতে যেহেতু সময় নেই তাই কম সময়ের মধ্যে কী উপহার দেবেন মাকে, তা নিয়ে অনেকে চিন্তিত হয়ে পড়েছেন। চিন্তার আর কোনও কারণ নেই। কম সময়ের মধ্যে বাড়তি কোনও ঝামেলায় না গিয়ে খুব সাধারণ ভাবেই ঘরোয়া উপহার দিয়েই মাকে খুশি করুন। মাদার্স ডে-তে মায়ের পছন্দ মতোই বাড়ির প্রতিটি কোণা সাজিয়ে তুলুন। 

Latest Videos


এই দিনটি শুধু মায়ের দিন। তাই  মায়ের ছুটি। সকালে বাড়িতে থাকায় মায়েদের কাজের চাপও বেড়ে গিয়েছে। তাই বিশেষ দিনটিতে মাকে ছুটি দিয়ে, মায়ের পছন্দের রান্নাগুলি চটপটে নিজের হাতে করে ফেলুন। ব্রেকফাস্ট থেকে ডিনার একদিনের রাঁধুনি হয়ে যান আপনি। ঘরে বসেই দুপুর বেলা খাওয়ার পর মায়ের পছন্দের কোনও সিনেমা দেখে ফেলুন। 

 

 

হ্যান্ডমেড গ্রিটিংস কার্ড বানিয়ে তাতে জমে থাকা মনের কথা চট করে লিখে ফেলুন। যা এতদিন ধরে মাকে বলতে পারছিলেন না। মায়ের বালিশের নীচে রাতের বেলায় কার্ডটি রেখে দিন। যাতে সকালে উঠেই মা এই গিফটা  পেয়ে খুশি হয়ে যায়।

মায়ের যদি সিনেমা বা ওয়েব সিরিজ দেখার আগ্রহ থাকে তাহলে মায়ের মোবাইলে নেটফ্লিক্স বা আমাজন প্রাইম সাবক্রিপশন করে দিন। এর থেকে ভাল উপহার লকডাউনে আর কি-ই বা হতে পারে।

 

 

ছোট থেকে বড় সকলেই চকোলেট ভালবাসে। তাই বিশেষ দিনটিতে মায়ের প্রিয় চকোলেট উপহার দিতে পারেন। এতে মায়ের মনও আনন্দে ভরে যাবে।

মায়ের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে ফোটো কোলাজ বানিয়ে ড্রয়িং রুমে রাতে টাঙিয়ে দিন। ঘুম থেকে উঠে মা দেখলে খুশি হয়ে যাবে।

সারাদিনের পর সন্ধ্যেবেলা একটা ছোট্ট আয়োজন তো করা যেতেই পারে। তাই মায়ের পছন্দের কেক বানিয়ে মাকে দিয়ে সেটা কাটান এবং পরিবারের সকলকে নিয়ে সেই আনন্দ উপভোগ করে নিন।

আরও পড়ুন- সুখবর, সপ্তাহের শেষে বড় ধামাকা, দেশজুড়ে ফের সস্তা সোনার দাম, বড় পতন রূপোর

আরও পড়ুন- গরমে কম্বিনেশন স্কিনে ব্যবহার করুন এই কয়টি প্যাক, ত্বকের জন্য রইল বিশেষ টোটকা

আরও পড়ুন- চোখে যত পাওয়ারই থাকুক, দরকার পড়বে না চশমার! প্রতিদিন করুন ছোট্ট এই কাজটি

Share this article
click me!

Latest Videos

এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি