ডেয়ারি-র দুধ খাচ্ছেন কিন্তু জানেন কী বিপদ ডাকছেন, হতে পারে ব্রেস্ট ক্যানসার

  • সাম্প্রতিক গবেষণা এবার বাদ সাধছে দুধেও
  • বলা হচ্ছে দুধ খেলে ব্রেস্ট ক্য়ানসারের ঝুঁকি বাড়ে
  • দিনে মাত্র সিকিকাপ দুধ খেলেও ৩০ শতাংশ ঝুঁকি বাড়ে
  • আর যাঁরা দুই থেকে তিন কাপ খান,  তাঁদের ঝুঁকি বাড়ে ৮০শতাংশ অবধি

Sabuj Calcutta | Published : Mar 5, 2020 11:48 AM IST

নাহ্ দুধে-ভাতে থাকার রাস্তা আর খোলা থাকছে না নতুন গবেষণা যা বলছে, তাতে করে রীতিমতো শিউরে উঠতে হচ্ছে

সম্প্রতি লোমা লিন্ডা ইউনিভারসিটি হেল্থের গবেষকরা সাফ জানাচ্ছেন, ডেয়ারি মিল্ক খেলে মহিলাদের ব্রেস্ট ক্য়ানসারের সম্ভাবনা বাড়ে শুধু তাই নয়, দিনে মাত্র সিকিকাপ দুধ খেলেও এই ঝুঁকি বাড়ে বলে জানাচ্ছেন গবেষকরা আর দুধের পরিমাণ যত বাড়বে, ততই বাড়বে এর ঝুঁকিবলা হচ্ছে, ডেয়ারি মিল্ক বা তার মতো কোনও কিছুর সঙ্গে ব্রেস্ট ক্য়ানসারের ঝুঁকি মিশে রয়েছে ইনটারন্য়াশনাল জার্নাল অব এপিডেমোলজিতে প্রকাশিত প্রবন্ধ থেকে জানা গিয়েছে এমনই এক গবেষণার কথা

Latest Videos

কেউ যদি ভাবেন,  পরিমাণে অল্প খেলে সমস্য়ায় পড়তে হবে না, তাহলে ভুল ভাবছেনকারণ গবেষকরা বলছেন, মাত্র সিকিকাপ দুধও যদি দিনে খাওয়া যায়, তাহলে ব্রেস্ট ক্য়ানসারের ঝুঁকি বাড়েনির্দিষ্ট করে বলা হচ্ছে, সিকিকাপ থেকে শুরু করে এককাপের তিনভাগের  একভাগ দুধ খেলেও ৩০শতাংশ ঝুঁকি বাড়ে ব্রেস্ট ক্য়ানসারেরগ্য়ারি  ই ফ্রেজার তাঁর প্রবন্ধে এরপর লিখছেন, দিনে এককাপ খেলে ব্রেস্ট ক্য়ানসারের ঝুঁকি বাড়ে ৫০ শতাংশ আর যাঁরা দিনে দুই থেকে তিনকাপ দুধ খান, তাঁদের ক্ষেত্রে এই রোগের ঝুঁকি বাড়ে ৭০ থেকে ৮০ শতাংশ

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের চালু ডায়েটারি নির্দেশিকা বলছে, দিনে দুই থেকে তিনকাপ দুধ খেতে আর গবেষণায় দেখা যাচ্ছে, যার ফলে ব্রেস্ট ক্য়ানসারের ঝুঁকি বেড়ে যাচ্ছে ৭০ থেকে ৮০ শতাংশ অবধি

বলাই বাহুল্য়, দুধ শুধু মার্কিন মুলুকেই নয়, আমাদের এই বাংলাতেও এটি বহুল প্রচলিত একটি খাদ্য় এবং পানীয়বাঙালির চিরন্তন চাওয়া পাওয়ার মধ্য়েই তো রয়েছে, আমার সন্তান যেন থাকে দুধেভাতেঅথচ, একদিকে বেড়ে চলেছে এই দুধের দাম, অন্য়দিকে আবার ক্য়ানসারের চোখ রাঙানিশুধু তাই নয়, কথায় আছে 'দুগ্ধপোষ্য় শিশু' হতদরিদ্র পরিবারের  মানুষও শিশুর  জন্য় হন্য়ে হয়ে ঘোরে একটু দুধ জোগাড় করতেএমতাবস্থায়, এই গবেষণা রীতিমতো কপালে ভাঁজ ফেলে দিল গরিব থেকে বড়লোক, সবার

Share this article
click me!

Latest Videos

'আর জি করের মতো টলিউডেও সন্দীপ ঘোষ আছে' বিস্ফোরক মন্তব্য রুদ্রনীলের | Rudranil Ghosh
বন্ধ হবে ইভটিজিং, ছিনতাই! মেয়েদের সুরক্ষায় এবার 'Pink Police Force' চালু বিশেষ 'পিঙ্ক ভ্যান'
'ছাপ্পা মেরে এমপি হয়েছে, ১০ বছর কি করেছে! এখন ঠেলায় পড়েছে' Dev-কে আর যা বললেন Suvendu Adhikari
তিহার জেল থেকে বেরলেন অনুব্রত মণ্ডল | Anubrata Mandal #shorts #anubratamandal #tiharjail
RG Kar কাণ্ডে নয়া মোড়! 'তাড়াতাড়ি কর! না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে!' কে বলেছিল ডাক্তার কে! | R G Kar