New Year Resolution 2022 : ২০২২ এর প্রথম দিন ত্যাগ করুন এই অভ্যাগগুলো, চোখ বুলিয়ে নিন নিউ ইয়ার রেজোলিউশনে

২০২১ পেরিয়ে এবার ২০২২-র শুরু। ভাল-মন্দ মিশিয়ে পার হয়ে গেল গোটা একটা বছর। নতুন বছর মানেই পুরোনোকে ভুলে নতুন ভাবে সব কিছু শুরু করা। নতুন বছর মানেই নিউ ইয়ার রেজোলিউশন, এমন কিছু রেজোলিউশন প্রত্যেকেরই দরকার, যাতে সবারই ভাল হয়। নতুন বছর শুরু করার আগে দেখে নিন কিছু নিউ ইয়ার রেজোলিউশন।

২০২১-কে বিদায় ২০২২ -কে স্বাগত জানিয়ে বর্ষবরণ উৎসবে মেতে উঠেছে সকলেই। করোনাকালে উৎসবে রং ফিকে হলেও একরাশ নতুন স্বপ্ন -নতুন আশা- নতুন ভরসা নিয়ে নতুন বছরকে স্বাগত। অনেক নতুন আশা নিয়ে শুরু হয় নতুন একটা বছর, আর নতুন বছর মানেই একটা শুভ সূচনা। ২০২১ পেরিয়ে এবার ২০২২-র শুরু। ভাল-মন্দ মিশিয়ে পার হয়ে গেল গোটা একটা বছর। নতুন বছর মানেই পুরোনোকে ভুলে নতুন ভাবে সব কিছু শুরু করা। নতুন বছর মানেই নিউ ইয়ার রেজোলিউশন, আবার নতুন বছর মানেই সবকিছুকে নতুন ভাবে গ্রহণ করা। পুরোনো সমস্ত বিবাদ ভুলে নতুনকে স্বাগত জানানো। নতুন বছরে  জীবনে বিশেষ কিছু পরিবর্তনের দরকার হয়,তাতে সারাবছর জীবনটা ভাল ভাবে কাটে। এমন কিছু রেজোলিউশন প্রত্যেকেরই দরকার, যাতে সবারই ভাল হয়। নতুন বছর শুরু করার আগে দেখে নিন কিছু নিউ ইয়ার রেজোলিউশন।


নতুন বছরে স্বপ্নের জগত থেকে বেরিয়ে বাস্তব নিয়ে চিন্তা-ভাবনা করুন। যা সত্যিই আপনার জীবনে পরিবর্তন আনবে।

Latest Videos

গত বছর যা যা রেজোলিউশন নিয়েছিলেন তা হয়তো মাঝপথেই ছেড়ে দিয়েছেন, সেই বাকি থাকা কাজটি সবার আগে সম্পূর্ণ করুন। তাহলে সবার প্রথমে অর্ধসমাপ্ত কাজটি সম্পূর্ণ করুন।

নেগেটিভ চিন্তাভাবনা দূরে রাখুন। চিন্তাভাবনা নেগেটিভ হলেই তার খারাপ প্রভাব পড়বে জীবনের উপর।

মিথ্যে কথা বলা ত্যাগ করুন। নিজের প্রতি সৎ ও বিশ্বাসী থাকুন।

নিজের জীবনে যেটা সঠিক মনে হবে সেটাই মেনে চলুন। অন্যের বুদ্ধিতে কোনওকিছু করতে যাবেন না, এতে আপনি নিজেই বিপদে পড়বেন।

 

 

কেরিয়ার তো রয়েইছে তবে কেরিয়ারের পাশাপাশি পরিবারকেও সমান ভাবে গুরুত্ব দিন। নতুন বছরে পরিবারের সঙ্গে যতটা পারবেন সময় কাটান।

কয়েক মাস যাবার পরই মাঝপথে খতিয়ে দেখুন বছরের শুরুতে যা যা রেজোলিউশন শুরু করেছিলেন কতদূর মেনে চলেছেন এবং তার মধ্যে আর কী কী কাজ বাকী থেকে গেল।

সবাইকে ভাল রাখার মানসিকতা নিয়ে চলুন। সবার খেয়াল রাখুন, সবাইকে ভালবাসেন। তাহলেই আমি ভাল থাকবেন।

সকালে ঘুম থেকে উঠে নিজের দুই হাতের তালু ঘষে নিয়ে চোখের মধ্যে চেপে রাখুন।

যাদের সাহায্যের প্রয়োজন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন।

যাদের নীতিগত চরিত্র ঠিক নয়, তাদের থেকে দূরে থাকুন। এই ধরণের মানুষদের থেকে যতটা পারবেন দূরে থাকুন।

সময়ের কাজ সময়ে শেষ করুন। একসঙ্গে সব কাজ ফেলে রাখবেন না।

 

 

নিজেকে ভাল রাখতে গেল সবার আগে নিজে সুস্থ থাকুন। আর নিজে সুস্থ থাকতে গেলে নিজেকে ফিট রাখুন। আর ফিট রাখতে গেলে প্রতিদিনের তালিকায় ওয়ার্কআউট মাস্ট।

সবসময় মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। রাগের বশে মুখে যা আসবে তা বলে দেওয়াটা কোনও বড় কাজ নয়, বরং সকলের সঙ্গে ভাল ব্যবহার করেও নিজের মনের কথা বুঝিয়ে দিতে পারেন।

বাড়িতে থাকলে বাড়ির কাজে সাহায্য করুনয সকলে মিলে একসঙ্গে কাজ করলে কাজও তাড়াতাড়ি মিটে যাবে। আর আপনিও ভাল থাকবেন।


 

Share this article
click me!

Latest Videos

চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari