ওয়ান প্লাস-এর আরও দুই ধামাকা- ৮ প্রো এবং ৮, আত্মপ্রকাশের আগেই আমাজনের তালিকায়

Published : Feb 05, 2020, 02:22 AM IST
ওয়ান প্লাস-এর আরও দুই ধামাকা- ৮ প্রো এবং ৮, আত্মপ্রকাশের আগেই আমাজনের তালিকায়

সংক্ষিপ্ত

শীঘ্রই ভারতে আসবে ওয়ানপ্লাস ৮ প্রো এবং ওয়ানপ্লাস ৮  ওয়ানপ্লাস ৮ প্রো এবং ওয়ানপ্লাস ৮ থাকবে ১২০ কিউএইচডি প্লাস ফ্লুইড ডিসপ্লে  অ্যামাজন ইন্ডিয়ায় ফোনের তালিকায় এই ফোনের নাম উঠে এল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ এসওসি থাকবে দুটি ফোনেই

ওয়ানপ্লাস ৮ প্রো এবং ওয়ানপ্লাস ৮ দুটি ফোন নিয়েই জল্পনা চলছে ইতিমধ্যেই এবং আশা করা হচ্ছে এই বছরেই আত্মপ্রকাশ ঘটবে এই দুটি স্মার্টফোনের। কিন্তু ওয়ানপ্লাস এখনও এই খবরের সত্যতা নিয়ে নিশ্চিত করে কিছুই জানায়নি। তার আগেই আমাজন ইন্ডিয়া ওয়েবসাইটের তালিকায় দুটি স্মার্টফোনের কথা জানা গেল।  আমাজন এই দুই ফোনের বিজ্ঞাপনের খরচ সামনে এনেছে। 

দুটি ফোনের স্পেসিফিকেশন নিয়ে যা জানা গিয়েছে- 

দুটি ফোনেই ১২০ কিউএইচজেড রিফ্রেশ রেট ডিসপ্লে ও ওয়্যারলেস চার্জিং থাকতে পারে। মনে করা হচ্ছে ওয়ানপ্লাস ৮ প্রো এবং ওয়ানপ্লাস ৮  ফোন দুটিতে একই ডিজাইন থাকবে। হোল পাঞ্চ ডিসপ্লে থাকবে। জানুয়ারিতে যে প্রযুক্তির কথা ওয়ান প্লাস ঘোষণা করেছে অর্থাৎ ১২০ কিউএইচডি প্লাস ফ্লুইড ডিসপ্লে ওই প্রযুক্তি ব্যবহার করেই তৈরি হবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ এসওসি থাকবে। সম্ভবত দুটি ফোনের র‍্যাম হবে ১২ জিবি। ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। সঙ্গে থাকবে টাইম -অফ- ফ্লাইট সেন্সর।  সম্ভবত এই দুই ফোনেই থাকবে কার্ভড ডিসপ্লে প্যানেল। ৬.৫০ ইঞ্চি ডিসপ্লে হবে। ওয়ান প্লাস ৮ ফোনে ৬৫ জিবি স্টোরেজ থাকবে। দুটি স্মার্টফোনে থাকবে অ্যান্ড্রোয়েড ১০।

যদিও লঞ্চ ডেট এখনও ঘোষিত হয়নি কিন্তু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ডেটাবেসে ওয়ানপ্লাস ৮ ফোনটিকে দেওয়া হছে আইএন২০১১ নম্বর। 

PREV
click me!

Recommended Stories

বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই পাওয়া যায়
বাড়ির বারান্দা সাজাতে ব্যবহার করতে পারেন এই কয়টি গাছের মধ্যে একটি, রইল তালিকা