ওয়ান প্লাস-এর আরও দুই ধামাকা- ৮ প্রো এবং ৮, আত্মপ্রকাশের আগেই আমাজনের তালিকায়

  • শীঘ্রই ভারতে আসবে ওয়ানপ্লাস ৮ প্রো এবং ওয়ানপ্লাস ৮ 
  • ওয়ানপ্লাস ৮ প্রো এবং ওয়ানপ্লাস ৮ থাকবে ১২০ কিউএইচডি প্লাস ফ্লুইড ডিসপ্লে 
  • অ্যামাজন ইন্ডিয়ায় ফোনের তালিকায় এই ফোনের নাম উঠে এল
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ এসওসি থাকবে দুটি ফোনেই

samarpita ghatak | Published : Feb 4, 2020 3:29 PM IST

ওয়ানপ্লাস ৮ প্রো এবং ওয়ানপ্লাস ৮ দুটি ফোন নিয়েই জল্পনা চলছে ইতিমধ্যেই এবং আশা করা হচ্ছে এই বছরেই আত্মপ্রকাশ ঘটবে এই দুটি স্মার্টফোনের। কিন্তু ওয়ানপ্লাস এখনও এই খবরের সত্যতা নিয়ে নিশ্চিত করে কিছুই জানায়নি। তার আগেই আমাজন ইন্ডিয়া ওয়েবসাইটের তালিকায় দুটি স্মার্টফোনের কথা জানা গেল।  আমাজন এই দুই ফোনের বিজ্ঞাপনের খরচ সামনে এনেছে। 

দুটি ফোনের স্পেসিফিকেশন নিয়ে যা জানা গিয়েছে- 

Latest Videos

দুটি ফোনেই ১২০ কিউএইচজেড রিফ্রেশ রেট ডিসপ্লে ও ওয়্যারলেস চার্জিং থাকতে পারে। মনে করা হচ্ছে ওয়ানপ্লাস ৮ প্রো এবং ওয়ানপ্লাস ৮  ফোন দুটিতে একই ডিজাইন থাকবে। হোল পাঞ্চ ডিসপ্লে থাকবে। জানুয়ারিতে যে প্রযুক্তির কথা ওয়ান প্লাস ঘোষণা করেছে অর্থাৎ ১২০ কিউএইচডি প্লাস ফ্লুইড ডিসপ্লে ওই প্রযুক্তি ব্যবহার করেই তৈরি হবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ এসওসি থাকবে। সম্ভবত দুটি ফোনের র‍্যাম হবে ১২ জিবি। ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। সঙ্গে থাকবে টাইম -অফ- ফ্লাইট সেন্সর।  সম্ভবত এই দুই ফোনেই থাকবে কার্ভড ডিসপ্লে প্যানেল। ৬.৫০ ইঞ্চি ডিসপ্লে হবে। ওয়ান প্লাস ৮ ফোনে ৬৫ জিবি স্টোরেজ থাকবে। দুটি স্মার্টফোনে থাকবে অ্যান্ড্রোয়েড ১০।

যদিও লঞ্চ ডেট এখনও ঘোষিত হয়নি কিন্তু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ডেটাবেসে ওয়ানপ্লাস ৮ ফোনটিকে দেওয়া হছে আইএন২০১১ নম্বর। 

Share this article
click me!

Latest Videos

মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
'এই তৃণমূলকে উপরে ফেলব' মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচারে গিয়ে হুঙ্কার শুভেন্দুর | Suvendu A
'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar