সন্তান বুদ্ধিমান হবে কি না, কোন লক্ষণগুলো দেখে আগাম বুঝবেন? কৌশলটি জানলে আপনিও বুঝে যাবেন

Published : Mar 06, 2025, 07:46 PM IST

সন্তানের প্রতি বাড়তি নজর থাকলেই আপনিও তা বুঝতে পারবেন। সন্তানের কাজকর্মের দিকে একটু খেয়াল করুন বুদ্ধিমান হয়ে ওঠার কোনও বৈশিষ্ট্য তার মধ্যে আছে কি না। আসুন দেখে নি কোন লক্ষণগুলি দেখে বুঝবেন আপনার সন্তান ভবিষ্যতে হবে একজন বুদ্ধিমান? 

PREV
113

সন্তান বুদ্ধিমান কি না, তা নিয়ে বাবা-মায়ের চিন্তা থাকেই। কিছু লক্ষণ দেখে বোঝা যায়, আপনার সন্তান বুদ্ধিমান হবে কি না।

213

শিশুর জন্মের পর সে বুদ্ধিমান হবে কি না বলে দিতে পারে তার নানা স্বভাব ও অভ্যাসই । সন্তানের প্রতি বাড়তি নজর থাকলেই আপনিও তা বুঝতে পারবেন।

313

সন্তানের কাজকর্মের দিকে একটু খেয়াল করুন বুদ্ধিমান হয়ে ওঠার কোনও বৈশিষ্ট্য তার মধ্যে আছে কি না। আসুন দেখে নি কোন লক্ষণগুলি দেখে বুঝবেন আপনার সন্তান ভবিষ্যতে হবে একজন বুদ্ধিমান?

413

১. দ্রুত কথা বলা:

এক বছর বয়সের মধ্যে শিশু দু-একটি শব্দ বলতে শুরু করে। দেড় বছর বয়সে তা আরও স্পষ্ট হয়। যদি দেখেন আপনার সন্তান অন্যদের তুলনায় দ্রুত কথা বলতে শিখছে, তা হলে বুঝতে হবে তার বুদ্ধিমত্তা অন্যদের চেয়ে বেশি।

513

২. সামাজিক দক্ষতা:

আপনার সন্তান কি অচেনা কারও সঙ্গে সহজেই মিশে যেতে পারে? যদি পারে, তা হলে বুঝতে হবে তার যোগাযোগ ও সম্পর্ক তৈরির ক্ষমতা ভালো।

613

৩. সামান্য জেদ:

শিশুর অল্পস্বল্প জেদ থাকা ভালো। চিকিৎসকেরা বলছেন, এর মাধ্যমে শিশুর নিজস্ব বিচারক্ষমতা তৈরি হয়।

713

৪. দ্রুত শারীরিক বিকাশ:

বসা, হামাগুড়ি দেওয়া, দাঁড়ানো ইত্যাদি শারীরিক বিকাশের নির্দিষ্ট সময়সীমা থাকে। যদি দেখেন আপনার সন্তান সেই সময়ের আগেই এই কাজগুলো করতে পারছে, তা হলে বুঝতে হবে তার বুদ্ধিমত্তা ভালো।

813

৫. দীর্ঘক্ষণ মনোযোগ:

সাধারণত শিশুরা ১৫ মিনিটের বেশি কোনো খেলনা বা পছন্দের বিষয়ে মনোযোগ দিতে পারে না। যদি দেখেন আপনার সন্তান ১৫ মিনিটের বেশি সময় ধরে কোনো বিষয়ে মনোযোগী থাকছে, তা হলে বুঝতে হবে তার মনোযোগের ক্ষমতা ভালো।

913

৬. কৌতূহল:

আপনার সন্তান কি খেলনা বা অন্য জিনিস ভেঙে সেগুলোর ভেতরের অংশ দেখার চেষ্টা করে? যদি করে, তা হলে বুঝতে হবে সে কৌতূহলী। কৌতূহল বুদ্ধিমত্তার অন্যতম লক্ষণ।

1013

অন্যান্য লক্ষণ:

ভালো স্মৃতিশক্তি: আপনার সন্তান কি খুব সহজে জিনিস মনে রাখতে পারে?

1113

সমস্যা সমাধানের ক্ষমতা: 

আপনার সন্তান কি কঠিন সমস্যাও সহজে সমাধান করতে পারে?

1213

সৃজনশীলতা: 

আপনার সন্তান কি নতুন কিছু তৈরি করতে বা ভাবতে পছন্দ করে?

এই লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন আপনার সন্তান বুদ্ধিমান হওয়ার সম্ভাবনা রয়েছে।

1313

তবে মনে রাখবেন, প্রতিটি শিশুই আলাদা। তাই সন্তানের সঙ্গে অন্য শিশুদের তুলনা করবেন না।

মনে রাখবেন এই প্রতিবেদন শুধুমাত্র নানা তথ্যের উপর ভিত্তি করে। সন্তানের বিষযে কোন সিদ্ধান্ত নিতে চাইলে আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories