সন্তানকে ‘সেরা’ করে তুলতে গিয়ে আপনি ‘পিকক পেরেন্ট’ হয়ে যাচ্ছেন না তো?

Published : Dec 08, 2025, 09:55 PM IST
parenting tips

সংক্ষিপ্ত

আজকাল অনেক নতুন প্যারেন্টিং ট্রেন্ড দেখা যাচ্ছে, যার মধ্যে একটি হলো 'Peacock Parenting'। নামটি শুনতে একটু অদ্ভুত লাগলেও, অর্থ বুঝতে পারলে তবেই বুঝবেন এটি আসলে কী ধরণের প্যারেন্টিং!

সব বাচ্চারা সমান হয় না। তাই তাদের মানুষ করার পেরেন্টিং স্টাইলও আলাদা হয়। কিন্তু অনেক বাবা-মা রয়েছেন, যাঁরা নিজেদেরকে সবার আগে রাখতে চায়। তাঁরা মনে করেন, তাঁরাই সেরা। তাই সন্তানের চাওয়া-পাওয়াকে প্রাধান্য না দিয়ে তাদের উপর নিজের ইচ্ছেকে চাপিয়ে দেন। শুধু তা-ই নয়, সন্তানকে সর্বসেরা করে তুলতে ক্রমাগত চাপ সৃষ্টি করেন। এমন পেরেন্টি স্টাইল সোশ্যাল মিডিয়ায় আলোচনা উঠে এসেছে। আর একে বলা হচ্ছে ‘পিকক পেরেন্ট’।

একজন নার্সিসিস্ট বা আত্মপ্রেমী মানুষ যখন মা-বাবা হয়ে ওঠে, সন্তান মানুষ করে, তখন তাঁকে ‘পিকক পেরেন্ট’ বলা যায়। ময়ূর পেখম মেলে নিজের সৌন্দর্য জাহির করতে, অন্যের দৃষ্টি আকর্ষণ করতে। এই পন্থা পেরেন্টিংয়ে কাজে লাগাচ্ছে বহু বাবা-মা। সেখান থেকে নাম হয়েছে ‘পিকক পেরেন্ট’। এখানে সন্তানের চাওয়া-পাওয়া, ইচ্ছে, তার দক্ষতার কোনও কদর করে না বাবা-মায়েরা

পিকক পেরেন্ট’-এর ক্ষেত্রে বাবা বা মা ভাবেন, তিনিই সেরা। অন্যের মতামতকে গুরুত্ব দেন না। সন্তানকেও সেরা দেখানোর জন্য ক্রমাগত চেষ্টা করে দেয়। পড়াশোনা, খেলাধুলা, যে কোনও ক্ষেত্রে সন্তান যেন সাফল্য পায়, তার জন্য অত্যধিক চাপ সৃষ্টি করে। শুধু তা-ই নয়, সন্তানকে সব সময় নিয়ন্ত্রণের চেষ্টা করেন ‘পিকক পেরেন্ট’রা। অন্যের কাছে সারাক্ষণ নিজের এবং সন্তানের প্রশংসা করতে থাকে। আবার সন্তান যদি সফল হতে না পারে, তখন ‘পিকক পেরেন্ট’রা হীনম্মন্যতা ভোগে। এই ধরনের পেরেন্টিং স্টাইল যে সব মা-বাবা মেনে চলেন তাঁরাই হলেন ‘পিকক পেরেন্ট’।

‘পিকক পেরেন্টিং’ স্টাইল সন্তানের মনের উপর ব্যাপক প্রভাব ফেলে। তারা নিজেকে গুটিয়ে নেয়। বাবা-মায়ের সঙ্গে মন খুলে মিশতে পারে না। তাদের মনের মধ্যে ভয় কাজ করে— সফল হতে না পারলে বাবা-মা বকবে। পাশাপাশি তাদের আত্মবিশ্বাস কমে যায়। নিজের ইচ্ছেগুলো প্রকাশ করতে পারে না। তাই ‘পিকক পেরেন্টিং’ স্টাইল বাচ্চার জন্য কখনওই ভালো নয়। এতে সন্তান ও বাবা-মায়ের সম্পর্কেও জটিলতা তৈরি করে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সন্তানের সামনে দাঁড়িয়ে জামা কাপড় বদলাবেন না, পড়তে পারে খারাপ প্রভাব
ঘুমের সময় শিশুকে টুপি পরানো কি উচিত? জানুন সত্যিটা, সামান্য ভুলে হতে পারে বিপদ