রতন টাটার সারক্ষণের সঙ্গী এই সারমেয়, জানুন এক অনবদ্য কাহিনি

টাটার কর্ণধার সারমেয় (Dog) প্রীতির কথা সকলেই জানেন। মুম্বইয়ে টাটা গোষ্ঠীর গ্লোবাল হেড কোয়াটার্সের ক্যানেল। সেখানে থাকত গোয়া (Goa)। তবে, এখন গোয়ার সারাদিন কাটে সংস্থার অফিসেই থাকে। এমনকী, যখন রতন টাকা মিটিং করেন, তখনও তাঁর সঙ্গে থাকেন গোয়া। 

টাটার কর্ণধার সারমেয় প্রীতির কথা সকলেই জানেন। বহুবার খবরে এসেছে তাঁর এমন স্বভাবের কথা। এবার খবরে এল তাঁর এক সারমেয় বন্ধু। শিল্পপতির বন্ধু গোয়ার কথা অনেকেই জানেন। সে থাকে মুম্বইয়ে টাটা গোষ্ঠীর গ্লোবাল হেড কোয়াটার্সের ক্যানেল। তবে, এখন গোয়ার সারাদিন কাটে সংস্থার অফিসেই থাকে। এমনকী, যখন রতন টাকা মিটিং করেন, তখনও তাঁর সঙ্গে থাকেন গোয়া। 

সম্প্রতি, গোয়ার প্রভুভক্ত স্বভাব নজড় কাড়ল সকলের। গোয়ার প্রসঙ্গে করিশ্মা মেহতা তাঁর অভিজ্ঞতা শেয়ার করলেন। নিজের অভিজ্ঞতার কথা জানান। যা নজড় কেড়ে সকলের। মুম্বইয়ে টাটা গোষ্ঠীর গ্লোবাল হেড কোয়াটার্সের ক্যানেল আছে। যেখানে থাকে একাধিক কুকুর (Dog)। এখানেই থাকত গোয়া (Goa)। তবে, সে এখন সব সময়ই রতন টাকার সঙ্গে থাকে। যারা যারা রতন টাটার সঙ্গে সাক্ষাত করেছেন, সকলেই তাকে দেখেছেন। সম্প্রতি, গোয়ার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা জানালেন করিশ্মা মেহতা। রতন টাটার সাক্ষাৎকারের সময় ৪০ মিনিট চুপ করে বসেছিল গোয়া, শিল্পপতির বন্ধুর এই স্বভাব নজর কাড়ল সকলের।

হিউম্যান অব বম্বে-র প্রতিষ্ঠাতা তথা সিইও (CEO) হলেন করিশ্মা মেহতা। সম্প্রতি তিনি রতন টাটার সঙ্গে সাক্ষাৎ করেন। একটি বৈঠকে গিয়ে দেখেন, শিল্পপতির সঙ্গে সারাক্ষণ রয়েছে গোয়া নামের কুকুরটি। করিশ্মা জানান, তিনি কুকুরের উপস্থিতিতে বিশেষ স্বচ্ছন্দ নন। কিন্তু, সাক্ষাতের সময় সে কথা তিনি রতন টাটাকে জানাতে পারছিলেন না। শেষে তিনি রতন টাটার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট শান্তনু নায়ডুকে এই কথা জানান। তাদের কথপকথন দেখে শিল্পপতী বুঝতে পারেন সমস্যাটি। 

Latest Videos


 

তিনি করিশ্মাকে জিজ্ঞাসা করেন তাঁর কোনও অস্বস্তি হচ্ছে কিনা। করিশ্মা ইতস্তত বোধ করলেও, শেষে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট শান্তনু নায়ডু বলেন, তিনি ভয় পাচ্ছেন। এই কথায় শুনে রতন টাটা তাঁর পোষ্যকে চুপ থাকা নির্দেশ দেন। করিশ্মা জানান, এর পর তিনি যতক্ষণ রতন টাটার সাক্ষাত নিচ্ছিলেন, ততক্ষণ গোয়া চুপ করে বসে ছিল। গোয়া (Goa) একবারের জন্যও তার কাছে আসেনি। যা দেখে বেশ অবাক হন করিশ্মা। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট তিনি বৈঠক করেন রতন টাটার সঙ্গে। কিন্তু, পুরো সময় একবপেপ জন্যও তার কাছে আসেনি গোয়া। চুপ করে বসেছিল বাধ্য ছেলের মতো। রতন টাটার পোষ্য (Pet) গোয়ার এই আচরণ অবাক করেছে তাঁকে। আর তাই সাক্ষাৎকার থেকে ফিরে তাঁর অভিজ্ঞতা জানান করিশ্মা।    

আরও পড়ুন: ফের খানিকটা দাম বাড়ল সোনালি ধাতুর, মাথায় হাত মধ্যবিত্তের

আরও পড়ুন: আজ পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায়, জানুন দেশের একাধিক শহরে জ্বালানীর দর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury