কে কাকে টেক্কা দেবে- রিয়ালমি ৫আই বনাম রেডমি নোট ৮

  • কার দিকে পাল্লা ভারী- রিয়ালমি বনাম রেডমি
  • রিয়ালমি ৫ আই -এর দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা
  • রেডমি নোট ৮-এর দামও ১০,০০০ টাকার নীচে
  • রেডমি নোট ৮ -এর ডিসপ্লে ৬.৩ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লে
     

এই বছরে শাওমি ও রিয়ালমি -এর লড়াই জবরদস্ত হবে।  এই ধুন্ধুমার প্রতিযোগিতার বাজারে কে কাকে টেক্কা দেবে এটাই দেখার বিষয়।  সম্প্রতি রিয়ালমি ৫আই ও রিয়ালমি ৫ আর রিয়ালমি ৫এস-এর ডিজাইনে সামান্য কিছু বদল ঘটিয়ে ভারতের বাজারে এসেছে রিয়ালমি ৫ আই। দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা।  রেডমি নোট ৮-এর দামও ১০,০০০ টাকার নীচে।   রিয়ালমি ৫ আই ও রেডমি নোট ৮  এই দুই ফোনের মধ্যে কার চাহিদা বেশি হয় তা সময়ই বলতে পারবে। আমরা বরং দুটি ফোনের বিশেষ বৈশিষ্ট্যগুলি দেখে নিই-

Latest Videos

আরও পড়ুন- মোবাইলে সিগন্যাল সমস্যা এবার অতীত, নতুন উপগ্রহের সফল উৎক্ষেপণ ইসরো- র 

আরও পড়ুন- আরও সস্তা হল ওপো-র এই স্মার্টফোন, কমল ৩০০০ টাকা দাম

রিয়ালমি ৫আই ফোনে থাকছে ৬.৫২ ইঞ্চি এইচডি ডিসপ্লে।
এই ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট
সঙ্গে থাকছে ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ।
এই ফোনে পাওয়া যাবে ৪জি ভোল্টই, ওয়াইফাই ৮০২.১১ এসি, ব্লুটুথভি৫.০, এ জিপিএস এবং ৩.৫ মিমি অডিও জ্যাক। 
৫,০০০ এমএইচ ব্যাটারি থাকবে আর ১০ডব্লু চার্জিং। 
রিয়াল ৫আই ফোনের ওজন ১৯৫ গ্রাম। 

আরও পড়ুন- গ্যালাক্সির নতুন মডেলের নাম বদল করল স্যামসাঙ, সরকারি ঘোষণা ফেব্রুয়ারিতে

এবার দেখা যাক রেডমি নোট ৮ ফোনে কি কি রয়েছে-

রেডমি নোট ৮ -এর ডিসপ্লে ৬.৩ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লে। অ্যান্ড্রোয়েড পাই অপারেটিং সিস্টেম থাকছে এই ফোনে, এই ওপারেটিং সিস্টেমের ওপরের কোম্পানির এমআইওয়াইইউআই ১০ স্ক্রিন চলবে। এছাড়াও ডিসঅপ্লের ওপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর গোরিলা গ্লাস ৫ এর সুরক্ষা। 
এই ফোনের মধ্যে আছে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট।
৪জিবি র‍্যাম আর ৬জিবি র‍্যাম- এই দুই ধরণের ভার্সানই থাকবে।
স্টোরেজ ও দু ধরণের রয়েছে ৬৪জিবি ও ১২৮ জিবি।
রেডমি নোট ৮ -এর ব্যাটারি হল ৪,০০০ এমএ এইচ। সঙ্গে থাকছে ১৮ডব্লু দ্রুত চার্জিং সাপোর্ট।
 ইউএসবি টাইপ-সি রয়েছে কানেক্টটিভিটির জন্য আর ৩.৫ অডিও জ্যাকও থাকছে।

বাকি রইল ক্যামেরার কথা। কোন ফোনের ক্যামেরা কেমন কিংবা দুটি ফোনের ক্যামেরার সাদৃশ্য-বৈসাদৃশ্য জেনে নিন-

রিয়ালমি ৫আই ফোনের পেছনে রয়েছে চারটি ক্যামেরা। 
সঙ্গে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।
তাছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও আরও একটি ২ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা।
সেলফি তোলার জন্য আলাদা একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। 

রেডমি নোট ৮ ফোনও কোনও কমতি রাখেনি ক্যামেরার ক্ষেত্রে-
এই ফোনেও চারটি ক্যামেরা ও একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ৪ মেগাপিক্সেল ওয়াইড অ্যানগেল ক্যামেরা থাকছে সঙ্গে ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা।
এই ফোনে আর একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর থাকছে।
আর অবশ্যই সেলফি তোলার জন্য ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
 
রেডমি ফোনের দাম ৯,৯৯৯ টাকা। আর রিয়ালমি ৫ আই এর দাম ৮,৯৯৯ টাকা। দামের তফাৎ ১০০০ টাকা। 1,000 টাকা সাশ্রয় করতে চাইলে রিয়েলমি ৫ আই কিনতে পারেন। অন্যদিকে ইউএসবি টাইপ-সি পোর্ট, ফুল এইচডি ডিসপ্লে চাইলে কিনতে পারেন রেডমি নোট ৮। আর রেডমি নোট ৮ ফোনে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। তাই  সব  বৈশিষ্ট্য জেনে বুঝে ক্রেতা নিজের বাজেট অনুযায়ী পছন্দ করে ফেলুন রিয়েলমি অথবা রেডমি।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury