বিয়ে করতে চলেছেন? স্ত্রীর মধ্যে এই গুণগুলি আছে কি না দেখে নিন, বলছে চাণক্য নীতি
এখন বেশিরভাগ দম্পতিই বিয়ের আগে একে অপরের সঙ্গ পরিচিত হয়ে যান। ফলে পরস্পরকে চেনা, জানা, বোঝার সুযোগ পান। বিয়ের আগে একে অপরের দোষ-গুণ জানতে পারলে ভবিষ্যতে সুবিধাই হয়।
Soumya Gangully | Published : Dec 21, 2024 8:51 PM / Updated: Dec 21 2024, 09:26 PM IST
সোশ্যাল মিডিয়ার দৌলতে একটা শব্দ জনপ্রিয় হয়েছে, সেটা হল 'ওয়াইফ মেটিরিয়াল', চাণক্য নীতিও একই কথা বলছে
প্রচলিত বাক্য হল, 'সংসার সুখের হয় রমণীর গুণে'। চাণক্য নীতি ঠিক সেই কথাই বলছে। বিয়ের আগে ভাবী স্ত্রীর দোষ-গুণ দেখে নিতে বলেছেন চাণক্য পণ্ডিত।
বিবাহিত জীবনে সুখ-শান্তি, সমৃদ্ধি পেতে চাইলে স্ত্রীর বিশেষ কিছু গুণ আছে কি না দেখে নেওয়া উচিত
চাণক্য পণ্ডিতের মতে, বিয়ের আগে ভাবী স্ত্রীর মধ্যে বিশেষ কিছু গুণ আছে কি না দেখে নিলে ভবিষ্যতে আর চিন্তা থাকে না।
ভাবী স্ত্রী কি অতিরিক্ত লোভী? ভবিষ্যতে সমস্যা এড়াতে বিয়ের আগেই নিশ্চিত হয়ে নিন
কোনও মহিলা যদি মাত্রাতিরিক্ত লোভী হন, তাহলে বিবাহিত জীবন সুখের হয় না। পরিবারে সুখ-শান্তি নষ্ট হয়ে যায়। এই কারণে যে মহিলাকে বিয়ে করবেন, তিনি লোভী কি না, সে বিষয়ে নিশ্চিত হয়ে নিন।
আপনার হবু স্ত্রী কি অযথা টাকা খরচ করেন? বিয়ের আগে নিশ্চিত হয়ে নিন
এখন বেশিরভাগ মহিলাই চাকরি বা ব্যবসা করেন। ফলে টাকা রোজগার করতে হলে কতটা পরিশ্রম করতে হয় তাঁরা জানেন। তা সত্ত্বেও অনেক মহিলাই অযথা টাকা খরচ করেন। এই ধরনের মহিলাকে বিয়ে করলে সমস্যা হতে পারে।
বহু স্ত্রী আপনার পরিবারের সবার সঙ্গে মানিয়ে চলতে পারবেন কি না বুঝে নিন
ভারতীয় পরিবারে এখনও বাবা-মায়ের সঙ্গে থাকেন বিবাহিত দম্পতি। অনেক সময় তাঁদের সঙ্গে ভাই-বোনও থাকেন। হবু স্ত্রী সবার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারবেন কি না জেনে নিন। তাহলে ভবিষ্যতে পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।
কোনও মহিলার মধ্যে অতিরিক্ত ক্রোধ থাকলে বিবাহিত জীবনে সমস্যা হতে পারে, বলছে চাণক্য নীতি
চাণক্য নীতি অনুসারে, কোনও মহিলার মধ্যে যদি মাত্রাতিরিক্ত ক্রোধ থাকে, তাহলে বিয়ের পর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সমস্যা হতে পারে।
চাণক্য নীতিতে আদর্শ স্ত্রী সম্পর্কে যে কথা বলা হয়েছে, সেগুলি সত্যি কি না যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। ফলে বিয়ে করার আগে নিজের বুদ্ধি-বিবেচনা প্রয়োগ করা উচিত।