পরিবারের সবার সঙ্গে থাকেন? বিয়ের অনেক বছর পরেও কীভাবে রোম্যান্টিক সম্পর্ক বজায় রাখবেন?
বর্তমান যুগে বেশিরভাগ পরিবারই ছোট। একান্নবর্তী পরিবার খুব কমই আছে। অনেক পরিবারেই স্বামী-স্ত্রী-সন্তান ছাড়া আর কেউ নেই। এই পরিবারে সুখ বজায় থাকার কথা। কিন্তু সবসবময় সেটা হয় না।
বিয়ের পর পরিবারের সবার সঙ্গে থাকলে কি দম্পতির মধ্যে প্রেম বজায় থাকে না?
ম্যারেজ কাউন্সিলরদের মতে, ভারতে বিয়ের পর দম্পতিরা পরিবারের সবার সঙ্গে থাকলে খুব বেশি ব্যক্তিগত পরিসর পান না। এর ফলে তাঁদের মধ্যে রোম্যান্টিক সম্পর্ক বজায় থাকা কঠিন।
একান্তবর্তী পরিবারে থাকলে দম্পতির পক্ষে নিজেদের মতো করে সময় কাটানো কঠিন
বিয়ের আগে সব পুরুষ-মহিলারই অনেক স্বপ্ন থাকে। তাঁরা একসঙ্গে সময় কাটাতে চান, বিশেষ মুহূর্ত গড়ে তুলতে চান। কিন্তু একান্তবর্তী পরিবারে থাকলে সেটা সম্ভব হয় না।
পরিবারের সবার সঙ্গে থাকলে অনেকের দাবি পূরণ করতে হয়, ফলে দম্পতি নিজেদের মতো করে কাটানোর সময় পান না
যৌথ পরিবারে থাকলে বেশিরভাগ সময়ই বাকিদের কথা শুনে চলতে হয়। ফলে দম্পতির পক্ষে রোম্যান্টিক সম্পর্ক বজায় রাখা কঠিন হয়ে পড়ে।
যৌথ পরিবারে থাকলেও রোম্যান্টিক সম্পর্ক বজায় রাখা যায়, মত ম্যারেজ কাউন্সিলরদের
ম্যারেজ কাউন্সিলররা বলছেন, দম্পতি যদি নিজেদের মধ্যে বোঝাপড়া বজায় রাখতে পারেন, আবেগ প্রকাশ করেন, মানসিকভাবে একে অপরের কাছাকাছি থাকেন, তাহলে যৌথ পরিবারে থাকলেও রোম্যান্টিক সম্পর্ক বজায় রাখতে সমস্যা হয় না।
যৌথ পরিবারে থেকেও নিজেদের মতো করে সময় কাটাতে হবে দম্পতিকে, মত রিলেশনশিপ এক্সপার্টদের
রিলেশনশিপ এক্সপার্টদের মতে, পরিবারের সবার সঙ্গে থাকলেও, দম্পতিকে ব্যক্তিগত পরিসর খুঁজে নিতে হবে। প্রেম যাতে মরে না যায়, তার জন্য নিজেদেরই সদিচ্ছা দেখাতে হবে। পরিবারের সবার চেয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে।
নিজেদের মনের মতো সময় কাটানোর জন্য নির্দিষ্ট সূচি তৈরি করে নিতে হবে, মত রিলেশনশিপ এক্সপার্টদের
রিলেশনশিপ এক্সপার্টরা বলছেন, রাতে পরিবারের বাকিরা কখন নিজেদের ঘরে চলে যান বা ঘুমিয়ে পড়েন, সেটা দেখে নিয়ে নিজেদের মতো করে সময় কাটানোর জন্য নির্দিষ্ট সূচি তৈরি করে নেওয়া উচিত। তাহলে রোম্যান্টিক সম্পর্ক বজায় থাকে।
বাড়িতে ব্যক্তিগত পরিসর পাওয়া একান্ত সম্ভব না হলে বাইরে যেতে পারেন
রিলেশনশিপ এক্সপার্টদের মতে, বাড়িতে যদি কোনওভাবেই নিজেদের মতো করে সময় কাটানো সম্ভব না হয়, তাহলে নিয়মিত বাইরে কোথাও গিয়ে রোম্যান্স করতে পারেন দম্পতি।
প্রয়োজনে পরিবারের সবার সঙ্গে কথা বলে ব্যক্তিগত পরিসর ঠিক করে নিতে হবে
রিলেশনশিপ এক্সপার্টদের মতে, পরিবারের সবার প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রেখেই ব্যক্তিগত পরিসরের বিষয়ে কথা বলা উচিত। তাহলে সমস্যা থাকে না।
রোম্যান্টিক সম্পর্ক বজায় রাখার জন্য চার দেওয়ালের বাইরেও সময় কাটানো যেতে পারে
রিলেশনশিপ এক্সপার্টদের মতে, রেস্তোরাঁয় খেতে যাওয়া, হাঁটতে যাওয়া, লং ড্রাইভে যাওয়া রোম্যান্টিক সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে।
সম্পর্ক থেকে রোম্যান্স কমে গেলে বেড়াতে যাওয়া যেতে পারে, তাহলে প্রেম ফিরে আসতে পারে
বেড়াতে যাওয়া সবসময়ই উপকারী। একসঙ্গে বাড়ির বাইরে কোথাও গিয়ে সময় কাটালে নিজেদের একান্ত মুহূর্ত ফিরে পাওয়া যায়।