রাতারাতি হবেন ইয়ং, বাড়িতে থাকা এই প্রোডাক্ট দিয়েই করুন কেল্লাফতে

ঘরে থাকা উপাদান দিয়ে যদি রূপচর্চা সঠিক ভাবে করা যায়, তবে তার ব্যাপারই আলাদা হয়। চালের জল দিয়ে তৈরি করা আইস কিউব এরকমই একটি উপাদান। চালের জল দিয়ে তৈরি বরফ মুখের ত্বকের জন্য অত্যন্ত উপকারী। 

Parna Sengupta | Published : Jun 12, 2022 10:51 AM IST / Updated: Jun 12 2022, 04:23 PM IST

বাজার চলতি হাজার রকম প্রোডাক্ট ব্যবহার করেছেন। অথচ মুখে যেরকম গ্লো চান, সেরকম পাননি। এই অভিযোগ প্রায় সবারই। একটু সচেতন সব মেয়েই কমবেশি রূপচর্চা করে থাকেন। সেজন্য হরেক রকম প্রোডাক্টও ব্যবহার করেন। কিন্তু ঘরে থাকা উপাদান দিয়ে যদি রূপচর্চা সঠিক ভাবে করা যায়, তবে তার ব্যাপারই আলাদা হয়। চালের জল দিয়ে তৈরি করা আইস কিউব এরকমই একটি উপাদান। চালের জল দিয়ে তৈরি বরফ মুখের ত্বকের জন্য অত্যন্ত উপকারী। 

এতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন ও মিনারেলস। এই পুষ্টিগুণ আপনার ত্বকের জন্য খুবই উপকারী। চালের জল দিয়ে তৈরি আইস কিউব মুখে লাগাতে পারেন। চলুন আপনাকে বলি এটি বানানোর পদ্ধতি এবং এর উপকারিতা সম্পর্কে।

উপাদান

চালের জল - ২ টেবিল চামচ
গোলাপ জল - ২ টেবিল চামচ
দুধ - ২ টেবিল চামচ
রান্না করা ভাত - ২ টেবিল চামচ

আরও পড়ুন- ভালো ও গভীর ঘুমের অব্যর্থ ওষুধ, শোওয়ার আগে পান করুন এই বিশেষ চা

আরও পড়ুন- কুলার থেকে এসির মত ঠাণ্ডা হাওয়া পেতে, মেনে চলুন এই ৩ উপায়

আরও পড়ুন- এই খাদ্যগুলিই বাড়ায় শুক্রাণুর সংখ্যা, দূর করে পুরুষত্বহীনতা

কিভাবে তৈরী করে

প্রথমে আপনি চালের জল নিন।

তারপর তাতে রান্না করা চাল দিয়ে একটু গোলাপ জল মিশিয়ে নরম পেস্ট তৈরি করুন।

তারপর এতে দুধ ও গোলাপজল ও চালের পেস্ট দিন।

তারপর এই মিশ্রণটি একটি আইস কিউব ট্রেতে রেখে ফ্রিজে রেখে দিন।

সেটিং করার পর মসলিন কাপড়ে মুড়ে নিন।

হালকা হাতে এটি মুখে ম্যাসাজ করুন।

১৫ মিনিট ম্যাসাজ করার পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

চালের জল বরফের কিউব

লাভ কি কি?

ত্বক নরম হবে কারণ চালের জলে রয়েছে ভিটামিন-সি, ভিটামিন-বি এবং ভিটামিন-ই। এটি আপনার ত্বককে নরম রাখতে সাহায্য করে।

পিগমেন্টেশন

এতে পাওয়া পুষ্টিগুণ আপনার ত্বক থেকে পিগমেন্টেশন দূর করতেও সাহায্য করে।

ট্যানিং

চালের জল আপনার ত্বকের ট্যানিং দূর করতেও সাহায্য করে। গ্রীষ্মে যদি আপনার মুখ ট্যান হয়ে থাকে, তাহলে আপনি আপনার মুখের জন্য চালের জলে তৈরি বরফের টুকরো ব্যবহার করতে পারেন।

উজ্জ্বল ত্বক

চালের জল আপনার ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করে। আপনি যদি আপনার মুখ ফর্সা করতে চান, তাহলে চালের জল দিয়ে তৈরি বরফের টুকরো মুখে লাগাতে পারেন।

ফেস টোনার

মুখে টোনার হিসেবেও ব্যবহার করতে পারেন। এটি আপনার ত্বককে কোমল রাখতেও সাহায্য করবে।

Share this article
click me!