বলিরেখার সমস্যায় ভুগছেন, জানুন কীভাবে মিলবে সমাধান

  • ত্বকের বলি রেখা নিয়ে মাথা ব্যাথা
  • ঘরোয়া উপায়ে মিলবে সমাধান
  • নিয়মিত মেনে চলুন এই কৌশল
  • চারটি উপায়ে রইল সহজ সমাধান

Jayita Chandra | Published : Jun 28, 2019 10:22 AM IST

ত্বকের বলি রেখা নিয়ে মাথা ব্যাথা অনেকেরই। কীভাবে মিলবে সমাধান, তার উত্তর মেলা ভার। নানা ধরনের ক্রিম, ওষুধ ব্যবহার করার পরও মেলে নান স্বস্তি। ফলেই চিন্তার ভাঁজ পরে অনেকেরি কপালে। নানা কারণে ত্বকে ভাঁজ পরে তৈরি হয় বলি রেখা।

সেই বলিরেখার সমস্যা থেকে ঘরোয়া উপায়ে মুক্তি মিলবে কীভাবে, রইল তারই টিপস, জেনে নিনঃ
১. ডাবের জল দুচামচ নিন, সঙ্গে রাখুন একটি ডিমের সাদা অংশ। একটু কর্পূর ও সামান্য পাউডার। এইগুলো নিয়ে এক সঙ্গে মিশিয়ে ফেলুন। তারপর মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিটের জন্য। সপ্তাহে অন্তত পক্ষে দুদিন করুন, দেখবেন, সহজেই মিলবে সমাধান।
২. শুষ্ক ত্বকে বলিরেখার সমস্যা বারে। তাই ত্বককে সতেজ ও তরতাজা রাখুন। ডাবের জলের সঙ্গে ডিমের কুসুম, কাঠ বাদাম পেস্ট মিশিয়া তা ত্বকে লাগিয়ে ফেলুন। দেখবেন ত্বকের বলি রেখা অনেকাংশে কমে গেছে।
৩. খেঁজুর রাতে শোওয়ার আগে ভিজিয়ে রাখুন। সেই জল সকালে খেয়ে নিলেই মিলবে সুফল। ত্বকের শুষ্কতা যত কাটবে, বলি রেখাো তত তারাতারি মিলিয়ে যাবে।
৪. একটা খেঁজুরকে গরম দুধে ভিজিয়ে রেখে দিন। তার সঙ্গে এক চামচ বেসন মিশিয়ে পুরো ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর তা ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত লাগালে সুফল মিলবে তারাতারি।   

Latest Videos

Share this article
click me!

Latest Videos

বীমার নামে প্রতারণা! লক্ষাধিক টাকার লেনদেন করতে গিয়ে ধরা পড়লো প্রতারক জুটি | Barasat News Today
Firhad Hakim- এর ওএসডি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ! কী বললেন Mayor Firhad Hakim | Firhad Hakim
Suvendu Adhikari : 'পুলিশ তো তৃণমূলের ক্যাডার তাহলে কীভাবে থ্রেট কালচার বন্ধ হবে?' বিস্ফোরক শুভেন্দু
ট্রাম না চালানোর সিদ্ধান্ত রাজ্য় সরকারের, প্রতিবাদে জমায়েত শ্যামবাজার ট্রাম ডিপোতে | Kolkata Tram
Amta-য় বন্যা কবলিত মানুষদের পাশে সুকান্ত! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য | Howrah | Amta