হাতে পড়ছে বয়সের ছাপ! ঘরোয়া উপায় কী ভাবে ত্বক রাখবেন সুন্দর

  • সারা শরীরের মধ্যে হাতেই বয়সের ছাপ পড়ে সবার আগে
  • মুখের জন্য বাজারে বিভিন্ন রকমের প্রোডাক্ট পাওয়া যায়
  •  নিজেকে সুন্দর করে তুলতে মুখকে শুধু গুরুত্ব দিলে চলে না
swaralipi dasgupta | Published : Jul 31, 2019 8:42 AM IST

সারা শরীরের মধ্যে হাতেই বয়সের ছাপ পড়ে সবার আগে। মুখের জন্য বাজারে বিভিন্ন রকমের প্রোডাক্ট পাওয়া যায়। নিজেকে সুন্দর করে তুলতে মুখকে শুধু গুরুত্ব দিলে চলে না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হাতের ত্বকের যত্ন কেউ সে ভাবে নেন না। অথচ হাতের ত্বকই সহজেই রুক্ষ হয়ে যেতে থাকে। তাই মুখের সঙ্গে সঠিক ভাবে হাতের যত্ন নেওয়াও প্রয়োজন। 

জেনে নেওয়া যাক কী কী করে হাতের যত্ন নেবেন- 

Latest Videos

১) ত্বক ভাল রাখতে তাকে হাইড্রেটেড রাখা প্রয়োজন। ত্বকে রুক্ষতা চলে এলে তাতে সহজেই বয়সের ছাপ পড়ে যায়। তাই অবশ্য়ই রোজ স্নানের পরে হাতে ভাল করে ময়েশ্চরাইজার মাখুন। অথবা স্নানের আগে হাতে অলিভ অয়েল মাসাজ করতে পারেন। যতবারই হাত ধোবেন সাবান দিয়ে, চেষ্টা করবেন ময়েশ্চরাইজার মাখতে। ‌

আরও পড়ুনঃ হাতের-পায়ের তালুতে জ্বালাভাব! কমিয়ে ফেলতে পাঁচটি টিপস মাথায় রাখুন

২) সূর্যের অতিবেগুনি রশ্মি লাগলে মুখের থেকেও হাতে সহজেই ট্যান পড়ে যায়। ত্বককে দুর্বল করে দেয়। তাই বেরনোর আগে হাতে সানস্ক্রিন মাখুন অবশ্যই।  পারলে হাত ঢাকা পোশাক পরুন। 

৩) রাতে ঘুমোতে যাওয়ার আগে যেমন মুখে নাইট ক্রিম মাখেন, তেমনই হাতে নিয়মিত ঘুমনোর আগে হ্যান্ড ক্রিম মাখুন। 

৪) বেশি ক্ষার যুক্ত সাবান হাতে ব্যবহার করবেন না।

৫) ঘরের কাজ যেমন বাসন মাজা, বা কাপড় কাচতে গিয়ে বেশি ক্ষার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে হাতে গ্লাভস পরে কাজ করুন। 

৬) নিয়ম করে ম্যানিকিওর করুন। ভাল করে নখ কাটুন। আর মানানসই নেল পলিশ পরে নিজের হাতকে কোমল করে তুলুন। 
 

Share this article
click me!

Latest Videos

'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results