মা-এর সঙ্গে সেলিব্রেট করুন মাদার্স ডে, জানুন শহরের ভুরিভোজের ঠিকানা

  • মাদার্স ডে-তে করুন সেলিব্রেশন
  • মা-এর সঙ্গে ভুরিভোজের প্ল্যানটাও খারাপ নয়
  • জেনে নিন কোথায় কেমন পদ মিলছে মাদার্স ডে-তে

একে মাতৃদিবস, তায় আবার রবিবার। তাই রবিবাসরীয় ছুটিতে সপরিবারে মা-কে নিয়ে বেড়িয়ে পড়লে মন্কোদ নয়। কারণ মাদার্স ডে উপলক্ষে শহরের বেশকিছু রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে বিশেষ ভুরিভোজের। গরমের দাপট মাথায় নিয়ে আর হেঁসেল না ঠেলে অনায়াসে পাত পেরে বাঙালী ভোজে দিনটা কাটাতে পারেন। 

  • সুদীপার রান্না ঘর

 

Latest Videos

গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্কের সামনে এই রেস্তোরাঁর জনপ্রিয়তা সুদীপার হাত ধরেই। তাই মাতৃদিবসে সকল পরিবারের জন্য সুদীপার রান্না ঘরে থাকছে নতুন চমক। বুঁফে-তে দেখা মিলছে আমিষ নিরামিষ-এর।

  • নিরামিষ পদ

কাঁচা আমের শরবত

বড়ি ভাজা

সাদা ভাত

শুক্তো

সোনা মুগডাল

ছোট আলু ভাজা

চাল পটল

মোটা চিংড়ি

কাতলা লাল কালিয়া

বাঙালী মুরগীর দম

মুর্শিদাবাদী মাংস

তেঁতুল টক

পায়েস রসমালাই

  • মাথা পিছুমূল্য ৭৯৯ টাকা

 

  • ৬ বালিগঞ্জ প্লেস

বালিগঞ্জ ফাঁড়ির এই রেস্তোরাঁ-য় বাঙালী খাবার ও বুঁফে-র জন্য বেশ পরিচিত নাম। মাতৃদিবস উপলক্ষে তারা রবিবার হাজির করেছেন নতুন থালি মেনু। দেখে নিন সাবেকিয়ানা পদে এদিন কী কী পদ থাকছে।

  • নিরামিষ পদঃ

সাদা ভাত

লুচি

বেগুন বা আলু ভাজা

আলুর দম

নিরামিষ কোপ্তা

পাঁপড়

কথকলি বা সন্দেশ

  • আমিষ পদঃ

আমিষ পদে কেবল নিরামিষ পদের মেইন কোর্সের জায়গায় থাকবে-

বেগুন-বড়ি দিয়ে ভেটকি ঝাল, পাবদা, কষা মাংস, মুরগী-কষা (যেকোনো দুটি)

  • থালি পিছু দাম ৫৬৫টাকা

Share this article
click me!

Latest Videos

Nandigram News: সোনাচূড়ায় শহিদ বেদীতে মাল্যদান, নন্দীগ্রামের স্মৃতিতে ফিরে গেলেন Suvendu Adhikari
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের
‘Hindu-দের আস্থায় আঘাত করলে উপড়ে ফেলব!’ Bhabanipur-এ Mamata banerjee-কে তোপ দাগলেন Suvendu Adhikari
Nadia News: দোলের দিন এইরকম হল! তিন যাত্রীঠাসা টোটোকে ছিটকে দিল এক স্করপিও, আতঙ্ক গোটা এলাকায়
Yogi Adityanath : হোলির দিনে বিরোধীদের আক্রমণ যোগীর, দেখুন কী বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী