World Nature Conservation Day-তে প্রকৃতি রক্ষার্থে নিন বিশেষ পদক্ষেপ, রইল টিপস

World Nature Conservation Day বা বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসের রয়েছে বিশেষ গুরুত্ব। পরিবেশগত ভারসাম্য প্রচার করতে দিনটি পালন করা হয়। তেমনই পরিবেশের জীবনবৈচিত্র্য রক্ষা করতে ও মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য দিনটি পালন করা হয়। এবছর এই বিশেষ দিনে আপনিও কয়টি পদক্ষেপ নিন। জেনে নিন কীভাবে পরিবেশ রক্ষা করবেন। 

Sayanita Chakraborty | Published : Jul 28, 2022 8:32 AM IST

প্রকৃতিকে রক্ষা করা প্রতিটি মানুষের গুরুদায়িত্ব। আমাদের সুস্থ থাকার অধিকাংশটাই নির্ভর করে প্রকৃতির ওপর। এই বার্তা দিতে পালিত হচ্ছে World Nature Conservation Day বা বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রতি বছর ২৮ জুলাই দিনটি পালিত হয় এই বিশেষ দিবস হিসেবে। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয় সচেতনতা গড়তেই এই দিনটি পালন করা হয়। 

এই বিশেষ দিনে প্রকৃতির বিভিন্ন উনপাদান সংরক্ষণের প্রতি জোর দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণের জন্য জনসাধারণের পদক্ষেপ তৈরি করার দিকে লক্ষ্য রাখা হয়। প্রতি বছর এই দিনে একটি বিশেষ প্রতিপাদ্য বা থিম থাকে। এবছরের থিম হল প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই জীবনযাপন। তেমনই ২০২১ সালের থিম ছিল বন ও জীবিকা- মানুষ এবং গ্রহকে টিকিয়ে রাখার উপায়। ২০২০ সালে করোনার কারণে এই দিনটি পালন করা হয়নি। ২০১৯ সালের থিম ছিল প্রকৃতি আপনার মনে- আমাদের মূল্যবোধ বোঝা। ২০১৮ সালের থিম ছিল জলাভূমি উদযাপনের একটি ভালো কারণ। 

World Nature Conservation Day বা বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসের রয়েছে বিশেষ গুরুত্ব। পরিবেশগত ভারসাম্য প্রচার করতে দিনটি পালন করা হয়। তেমনই পরিবেশের জীবনবৈচিত্র্য রক্ষা করতে ও মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য দিনটি পালন করা হয়। এবছর এই বিশেষ দিনে আপনিও কয়টি পদক্ষেপ নিন। জেনে নিন কীভাবে পরিবেশ রক্ষা করবেন। 

প্রকৃতি রক্ষা করতে সবার আগে প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন। প্ল্যাস্টিক পরিবেশের মারাত্মক ক্ষতি করে। এবার থেকে কাগজের ব্যাগ ব্যবহার করুন কিংবা ব্যবহার করুন কাপড়ের ব্যাগ। 

বিদ্যুত শক্তি বাঁচান। যতটা পারবেন কত বিদ্যুর কম খরচ করুন। এতে পরিবেশ ভালো থাকবে। বা বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে মেনে চলুন এই বিশেষ নিয়ম। 

তেমনই চারদিকে গাছ লাগান। গাছ কেটে ফেলার বদলে রোপন করুন। এতে পরিবেশ রক্ষা করা সম্ভব। পরিবেশ রক্ষার এই বার্তা দিতে পালিত হচ্ছে World Nature Conservation Day বা বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস।
সবজির খোসা ফেলে না গিয়ে গাছের গোড়ায় দিন। এতে গাছে গোড়ায় দিলে গাছের বৃদ্ধি হবে। মেনে চলুন এই নিয়ম। World Nature Conservation Day বা বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত হচ্ছে আজ। পরিবেশ রক্ষার জন্য এবছর নিন বিশেষ এই পদক্ষেপ। '

আরও পড়ুন- বেড়ে চলেছে প্যানিক অ্যাটাক ও অ্যাংজাইটি অ্যাটাকের মতো জটিলতা, জেনে নিন দুই রোগের কী পার্থক্য

আরও পড়ুন- World Hepatitis Day: খাদ্যতালিকায় রাখুন কয়টি খাবার, মুক্তি মিলবে হেপাটাইটিসের মতো ব্যাধি থেকে

আরও পড়ুন- চুল পড়ার সমস্যা? ঘরেই বানিয়ে ফেলুন নারকেল তেলের শ্যাম্পু

Share this article
click me!