কোষ্ঠকাঠিন্যের সমস্যায় কষ্ট পাচ্ছেন, অবশ্যই খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলি

  • কোষ্ঠকাঠিন্যের সমস্যায় কষ্ট পাচ্ছেন
  • রয়েছে অসাধারণ সব সমাধান
  • প্রতিদিন খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলি 
  • আর নিমেষেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পান
Indrani Mukherjee | Published : Jul 14, 2019 10:38 AM IST / Updated: Jul 14 2019, 04:13 PM IST

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় অনেকেই ভোগেন। আর যারা একবার ভুগেছেন তাঁরাই জানেন সেই যন্ত্রণার কথা। সত্যি বলতে কোষ্ঠকাঠিন্যের সমস্যার কোনও চিকিৎসা হয় না। চিকিৎসকরীা বলেন একমাত্র আপনার খাদ্যাভ্যাসই পারে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাকে দূর করতে। আর সেই কারণে খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলি যা আপনাকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তির পথ বাতলে দেবে।  

১) ওটস- ওটস-এ দুই ধরণের ফাইবার বর্তমান। সল্যুবেল এবং ইনসল্যুবেল। এই ফাইবার মলের পরিমাণ বাড়িয়ে দেয় এবং ওটস যখনই জলের সঙ্গে মেশানো হয় তখন তাতে জেল-এর মত উপাদান তৈরি করে যা শরীর থেকে বর্জ্য বের করে দিতে সাহায্য করে |

Latest Videos

২) আমন্ড-  অনেকেই আমন্ড বাদাম খেতে খুবই পছন্দ করেন। অনেকে সকালে প্রাতঃরাশের সঙ্গে বা খিদে পেলেও  অনেকে আমন্ড খান। জানেন কী আমন্ড কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। তবে কখনওই বেশি পরিমাণে আমন্ড খাবেন না। 

৩) তরমুজ- তরমুজ খেতে কে না ভালবাসে। তরমুজ শরীরে অনেকটাই জল সরবরাহ করে। তাই শরীর সুস্থ রাখতে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই তরমুজ খান।

৪)পাকা কলা- পাকা কলা কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে খুব ভাল কাজে দেয়। তাই যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাঁরা দিনে দুটো করে পাকা কলা খান। ফল পাবেন ম্যাজিকের মতো।

৫) মধু- মধুও কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে নিমেষে মুক্তি দিতে পারে। তাই সমস্যার সমাধান পেতে প্রতিদিন দুই থেকে তিন চামচ মধু খান।

৬)পর্যাপ্ত পরিমাণে জল পান-  জল খাওয়ার কোনও বিকল্প নেই। শরীরের একাধিক সমস্যার সমাধান করতে পারে এক গ্লাস জল।যাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা রয়েছে তাঁরা অবশ্যই প্রতিদিন বেশি করে জল খান। সমস্যা নিমেষেই দূর হবে। 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News