দীপাবলি উপলক্ষে জিও-র নতুন অফার, ৬৯৯ টাকায় পাবেন নতুন জিওফোন

Published : Oct 20, 2019, 04:59 PM IST
দীপাবলি উপলক্ষে জিও-র নতুন অফার, ৬৯৯ টাকায় পাবেন নতুন জিওফোন

সংক্ষিপ্ত

রিলায়েন্স জিও সংস্থা দীপাবলি উপলক্ষে নিয়ে এসেছে এই অবিশ্বাস্য অফার সারা দেশ জুড়ে প্রায় ১০ হাজার ৬৪৪টি রিটেল স্টোরে পাওয়া যাবে এই সুবিধা জিওর নতুন এই অফারে মাত্র ৬৯৯ টাকাতেই পাওয়া যাবে নতুন জিও ফোন টুজি মোবাইলের থেকেও কম দামে জিওর ফোরজি ফোন পাবে ক্রেতারা

শুনতে অবাক মনে হলেও ঘটনাটি সত্যিই। রিলায়েন্স জিও সংস্থা দীপাবলি উপলক্ষে নিয়ে এসেছে এই অবিশ্বাস্য অফার। একের পর এক প্ল্যান সস্তার অফার নিয়ে বাজারে প্রথম সারিতে থাকা মোবাইল নেটওয়ার্কগুলিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল জিও। এবারও দিওয়ালি উপলক্ষ্যে বাম্পার অফার নিয়ে হাজির হয়েছে এই সংস্থা। জেনে নেওয়া যাক সেই অফারগুলি।

সারা দেশ জুড়ে প্রায় ১০ হাজার ৬৪৪টি রিটেল স্টোরে পাওয়া যাবে এই সুবিধা। জিওর নতুন এই অফারে মাত্র ৬৯৯ টাকাতেই পাওয়া যাবে নতুন জিও ফোন। তার জন্য কোনও পুরনো ফোন এক্সচেঞ্জ করার প্রয়োজন হবে না। এছাড়া যে ফোনগুহলি অফারে পাওয়া যাবে তার দাম ১৫০০ টাকা। সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, টুজি মোবাইলের থেকেও কম দামে জিওর ফোরজি ফোন পাবে ক্রেতারা। 

২০১৯ এর দিওয়ালি-তে ৬৯৯ টাকা দিয়ে নতুন হ্যান্ডসেট কিনলেই পাবেন এই বিশেষ অফার। ফোনের সঙ্গে থাকবে জিও-র কানেকশনও। এখানেই শেষ নয়, নতুন কানেকশনের সঙ্গে থাকবে আরও একটি অফার। প্রথম ৭ বার রিচার্জে পাওয়া যাবে ফ্ল্যাট ৯৯ টাকার বিনামূল্য রিচার্জ। তাই রিলায়েন্স জিও-র এই অফার পেতে সরাসরি যোগাযোগ করুন রিলায়েন্স জিও-র যে কোনও আউটলেট। 
 

PREV
click me!

Recommended Stories

আপনার পোষ্যের ঘুমের অঙ্গীভঙ্গি দেখলে আপনি বুঝতে পারবেন তার মনোভাব
বাটিতে প্রস্রাব থেকে দুই ভাইকে বিয়ে, ২০২৫-এর চর্চায় উঠে এসেছিল অদ্ভুত বিয়ের এইসব রীতি