এই ভেষজ উপাদানেই রয়েছে সারাজীবন যৌবন ধরে রাখার বিশেষ ক্ষমতা, পাতে রাখুন প্রতিদিন

  • সারাজীবন যৌবন ধরে রাখতে জুড়ি মেলা ভার থানকুনি পাতার
  • থানকুনি পাতার রস মিশিয়ে খেলে চেহারায় লাবণ্য ফিরে আসবে
  •  চুলপড়া আটকাতে থানকুনি পাতা ভীষণ উপকারি
  • থানকুনি পাতা স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে

Riya Das | Published : Oct 20, 2020 9:48 AM IST

যৌবন ধরে রাখতে আমরা সকলেই মরিয়া। কৃত্রিম উপায়ে হোক কিংবা প্রাকৃতিক উপায়ে বুড়িয়ে যাওয়া থেকে বাঁচতে নানা পদ্ধতি অবলম্বন করে থাকি। যৌবন চিরকাল যেন সতেজ থাকে এটাই সবার ইচ্ছে থাকে। কিন্তু কসমেটিক জিনিসে কোনও সমাধান হয়না, এমন  কিছু ভেষজ উপাদান রয়েছে, যা খেলে শরীরের সমস্যা যেমন কমবে তেমনি সারাজীবন যৌবনও ধরে রাখবে। 

আরও পড়ুন-সাবধান, মাইক্রোওভেনে ভুলেও গরম করবেন না এই ৬ খাবার...

প্রাকৃতিক সেই ভেষজ উপাদানটি হল থানকুনি পাতা। এই সহজলভ্য জিনিসটি হামেশাই দেখা যায় বাড়ির আশেপাশে। এছাড়াও বাজারে পাওয়া যায় এই থানকুনি পাতা।  এই থানকুনি পাতার এমন অনেক  ভেষজ গুণ রয়েছে,যা নিয়মিত খেলে পেটের অসুখে আর কোনদিনও  ভুগতে হবে না আপনাকে। নিয়মিত এই থানকুনি পাতা খেলে শরীর-স্বাস্থ্য সতেজ থাকার পাশাপাশি আপনার যৌবনও ধরে রাখতে পারবেন আপনি।

আরও পড়ুন-আধার কার্ড থাকলেই মিলবে বিপুল পরিমাণ টাকা, কীভাবে লাভবান হবেন...

 

থানকুনি পাতার গুনাগুণঃ

বয়স বেড়ে গেলে তা ধরে রাখতে সাহায্য করে থানকুনি পাতার রস। প্রতিদিন এক গ্লাস দুধে থানকুনি পাতার রস মিশিয়ে খেলে চেহারায় লাবণ্য ফিরে আসবে।

শুধুমাত্র যৌবন ধরে রাখতেই নয়,  পেটের রোগ, আলসার, হাঁপানি সহ নানা চর্ম রোগ সেরে যায় থানকুনি পাতা খেলে।

 চুলপড়া আটকাতে থানকুনি পাতা ভীষণ উপকারি। চুল পড়ে যাওয়ার সমস্যায় থানকুনি পাতা বেটে চুলে লাগালে নতুন চুল গজাতেও সাহায্য করবে এই পাতা।

থানকুনির পাতার রস মৃত কোষ পুনর্গঠন করে ত্বক মসৃণ করতে সাহায্য করে।

থানকুনি পাতা মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে। প্রতিদিন সকালবেলা থানকুনি পাতা খেলে আপনার স্মৃতি শক্তির বিকাশ ঘটবে।

থানকুনি পাতা স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে।

পুরোনো ক্ষত থাকলে কোন ওষুধ ছাড়াই শুধুমাত্র থানকুনি পাতা ব্যবহার করে সেখানে লাগালে সেখান থেকে নিরাময় পাবেন।

দাঁতের রোগ সারাতেও জুড়ি মেলা ভার  থানকুনি পাতার।মাড়ি থেকে রক্ত পড়া,  দাঁতে ব্যথা হলে থানকুনি পাতা সিদ্ধ করে ছেঁকে নিয়ে সেই জল দিয়ে কুলকুচি করলে উপকার পাওয়া যায়।
 

Share this article
click me!