দুর্গাপুজোর ৬৭ তম বর্ষ উৎযাপন সুরুচি সংঘের, বাজেটের ৭০ শতাংশ ব্যয় হবে 'মানুষের পুজোয়'

  • এই বছরের পুজাটা বাকি বছরের মত নয়
  •  ৬৭ তম বর্ষে পা দিল সুরুচি সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটি
  • বাজেটের ৭০ শতাংশ ব্যয় করা হচ্ছে সমাজসেবামূলক কাজে
  • ১০ হাজার  ১৫৫ জন ছেলে মেয়েদের দেওয়া হবে জামাকাপড়

করোনা আবহে এই অতিমারী পরিস্থিতির মধ্যে ৬৭ তম বর্ষে পা দিল সুরুচি সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তবে এবারের দুর্গাপুজো অন্যান্য বারের মত জাঁকজমক পূর্ণ নয়। তাদের এবারের থিম (ভাবনা) "এবার উৎসব নয় হোক, মানুষের পুজো"। সুরুচি সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি তথা রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস জানান তার বিশ্বাস মা এবার দোলায় আসছেন, শাস্ত্র মতে মাহামারি যা বর্তমানে অব্যাহত রয়েছে। যেটা সুসংবাদ মা ফিরছেন গজে যা শাস্ত্র মতে সুখ, শান্তি, সমৃদ্ধির শস্যশ্যামলায় ভরপুর হয়ে উঠবে। 

তিনি আরও বলেন তার বিশ্বাস মা দুর্গা হচ্ছেন দুর্গতিনাশিনী দুর্গা তিনি এলেই করোনা নামক দুর্গতি দূর হবেই। এর পাশাপাশি তিনি জানান অক্সফোর্ড ইউনিভার্সিটিতে জারা ভ্যাক্সিন তৈরি করছেন তাদের মধ্যে অন্যতম সদস্যা চন্দ্রাবলী দত্তকে তারা আহ্বান জানিয়েছেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে ।

Latest Videos

এবারের থিম "মানুষের পুজোয়" এই নতুন প্রয়াসে পুজোর মূল বাজেটের ৭০ শতাংশ ব্যয় করা হচ্ছে সমাজসেবামূলক কাজে। এবং ১০ হাজার  ১৫৫ জন ছোট ছোট ছেলে মেয়েদের জামাকাপড় তাঁদের বাড়িতে পৌঁছে দিয়ে আসা হবে বলে জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। এছারাও ডেকোরেটার্স, ইলেকট্রিকসিয়ান এবং ঢাকিদেরকেও সাহায্য করা হবে।

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ