সকালের কয়টি অভ্যাস সাফল্য এনে দেবে সর্বক্ষেত্রে, ছেলেরা মেনে চলুন এই টোটকা

অনেক ক্ষেত্রে আয়ের দায়িত্ব শুধু ছেলেদেরই (Man) কাঁধে। আজ রইল কয়টি টিপস। সকালের এই কয়টি অভ্যাস (Habits) সাফল্য এনে দেবে সর্বক্ষেত্রে। কর্মক্ষেত্রে যেমন সফল হবেন, তেমনই ভালো ভাবে সামলাতে পারবেন অফিস।

সংসারের প্রধান দায়িত্ব বর্তায় একজন ব্যক্তির (Man) কাঁধে। সংসার খরচ, বাচ্চার পড়ার খরচ, পরিবারের সকলের স্বাস্থ্যের চিন্তা সঙ্গে লোনের চাপ তো আছেন। আজকাল অধিকাংশ পরিবারেই দুজনে ওয়ার্কিং (Working)। তবে, অনেক ক্ষেত্রে আয়ের দায়িত্ব শুধু ছেলেদেরই কাঁধে। ফলে নানান রকম চিন্তায় অল্প বয়সেই ডায়াবেটিস (Diabetes), কিডনির সমস্যা (Kidney), হার্টের (Heart) রোগের মতো নানান সমস্যায় ভুগছেন অনেকে। আজ রইল কয়টি টিপস। এই কয়টি অভ্যাস রপ্ত করুন। সকালের এই কয়টি অভ্যাস সাফল্য এনে দেবে সর্বক্ষেত্রে। ছেলেরা অবশ্যই মেনে চলুন এই টোটকা (Tips)। তবেই কর্মক্ষেত্রে যেমন সফল হবেন, তেমনই ভালো ভাবে সামলাতে পারবেন অফিস। অফিস (Office) ও সংসার (Family) ব্যালেন্স করতে নিজের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য বজায় রাখা দরকার। এক্ষেত্রে শুধু সঠিক খাদ্যগ্রহণ নয়, সঙ্গে মেনে চলতে হবে বাড়তি কিছু। জেনে নিন কী কী। 

স্নান করে পুজোর আচার অনুষ্ঠান পালন করুন। ধূপ কিংবা মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করুন। গায়েত্রী মন্ত্র পাঠ করতে পারেন। অথবা কোনও দেব দেবীর পুজো করতে পারেন। পুজোর আচারণ অনুসরণের মধ্য দিয়ে সব কাজে উদ্যোগ পাবেন। মানসিক শান্তি (Mental Peace) বজায় থাকবে, সঙ্গে বাড়বে ধৈর্য্য। 

সারাটা দিন কাটে কাজের মধ্যে। অফিসে একটি চেয়ারে বসে কেটে যায় ৯ ঘন্ট কিংবা তার অধিক। এদিকে ছেলে বলে, সংসারের কুটো নাড়ার প্রয়োজন নেই। শারীরিক পরিশ্রমের অভাবে বাড়ছে ওজন (Weight)। আর এই বাড়তি ওজন শরীর ও মনের ওপর প্রভাব ফেলে। তাই রোজ সকালে ৩০ মিনিট এক্সারসাইজ করুন। যে কোনও ব্যায়াম (Exercise) করতে পারেন। চাইলে ৩০ মিনিট হাঁটতেও পারেন। এতেও উপকার পাবেন। 

Latest Videos

দিনের পাঁচটা মিনিট বরাদ্দ করুন নিজের জন্য। এই সময় বিখ্যাত ব্যক্তিদের উক্তি পড়ুন। সারাদিন অফিস করে আর আর্থিক সমস্যার কথা ভেবে অধিকাংশ ছেলেই মাসিক চাপের (Stress) মধ্যে দিয়ে দিন কাটায়। কীভাবে পরিবারের সকলকে সুস্থ রাখবে, তার চিন্তা সব সময়ই করে থাকে। অন্যদিকে, অফিস মানে কাজ অধিক চাপ। বসের দেওয়া টার্গেট মিট করতে একদিকে যেমন দেখা দেয় স্ট্রেস। তেমনই এই চাপের জন্য অনেকেই কাজে উদ্যোগ হারান। এক্ষেত্রে কাজের উদ্যোগ ফিরে পেতে রোজ বিখ্যাত ব্যক্তিদের উক্তি পড়ুন।

রোজ পুষ্টিকর ব্রেকফার্স্ট (Break Fast) খান। খাদ্যতালিকায় রাখুন প্রোটিন, ভিটামিন ও খনিজ সমৃদ্ধ পুষ্টিকর খাবার। স্মুদি, শাকসবজি, ফল, ওটস, ব্রাউন ব্রেডের মতো খাবার খেতে পারেন। এতে বজায় থাকবে সুস্বাস্থ্য।   
আরও পড়ুন- আপনি কী স্টেট ব্যাঙ্কের গ্রাহক, তাহলে ১০ হাজার টাকা তোলার জন্য এই নিয়মটি অবশ্যই জেনে নিন

আরও পড়ুন- রিজার্ভ ব্যাঙ্কের নয়া সিদ্ধান্ত, পেটিএমে নতুন গ্রাহকের অনুপ্রবেশ নিষিদ্ধ করল এই ব্যাঙ্ক

আরও পড়ুন- শোরুম অন হুইলসের হাত ধরে এবার টাটা মোটরস লিমিটেড পৌঁছে যাবে গ্রামীণ এলাকায়

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury