শরীরের এই লক্ষণগুলো দেখলে সাবধানে থাকুন
এড়িয়ে চলুন বাইরের খাবার
৪০ বছরে পার করলেই সাবধান
মহিলাদের হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি
পিত্ত থলিতে পাথর হওয়ার সমস্যা এখন অহরহ দেখতে পাওয়া যায়। ছোট থেকে বড়, এই সমস্যায় ভুগছেন অনেকেই। ফলে সাবধানতা অবলম্বণ করা উচিত প্রথম থেকেই। পেটে ব্যথা থেকে শুরু হয় উপসর্গ। সেখান থেকেই গলব্লাডার। কিন্তু কোন কোন ক্ষেত্রে গলব্লাডারে স্টোন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে তা জেনে নেওয়া একান্ত প্রয়োজনীয়।
জানুন কাদের ক্ষেত্রে গলব্লাডারে পাথর হওয়ার প্রবণতা সবথেকে বেশি থাকেঃ
১) মহিলাদের গলব্লাডারে পাথর হয় সব থেকে বেশি। সাধারণত মহিলারা বেশিক্ষণ ইউরিন চেপে রাখেন। তা থেকেই এই সমস্যার সৃষ্টি হয়।
২) ৪০ বছর বয়স পার করে গেলে গলব্লাডারে পাথর হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তাই এই সময় বেশি করে জল খাওয়া, সাবধানে থাকা উচিত।
৩) পরিবারে কারুর যদি এই সমস্যা থেকে থাকে, তাদের ক্ষেত্রে এই গলব্লাডারে পাথর হওয়ার প্রবণতা বেড়ে যায়।
৪) যাদের কিছুদিনের মধ্যেই শরীরের ওজনের তারতম্য ঘটে, তাদের পক্ষে গলব্লাডারে পাথর হওয়ার সম্ভাবনা বেশি লক্ষ্য করা যায়। যেমন ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়ার দিকে নজর রাখতে হয়।
৫) মদ্যপান করেন যারা, যাদের শরীরে অ্যালকোহলের মাত্রা বেশি পরিমাণে থাকে, তাদের গলব্লাডারে পাথর হয়।
৬) ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন যারা, তাদের ক্ষেত্রেও গলব্লাডারে সমস্যা বেশি দেখা যায়। সেখান থেকেই পরবর্তীতে পাথর হতে দেখা যায়।