কলেজ ঢুকে প্রথম দেখায় প্রেম! কীভাবে দেবেন প্রস্তাব ভাবছেন রইল টিপস

শুরু হয়েছে কলেজ, প্রথম দিনকে ঘিরে উত্তে জনা সকলের

পড়ার পাশাপাশি প্রেমে পড়াও চলবে তাল মিলিয়ে

প্রথম দেখায় প্রেম নিয়ে চিন্তা নয়

বুঝে শুনেই সিদ্ধান্ত নিন

Jayita Chandra | Published : Aug 12, 2019 2:02 PM IST

শুরু হয়েছে কলেজের মরশুম। নতুন কলেজে পা রাখার পরই জীবনটা বেশ খানিকটা বদলে যায়। পড়াশুনোর পাশাপাশি পাল্লা দিয়ে চলে বন্ধুদের সঙ্গে আড্ডা, ক্যান্টিন, সিনেমা কিংবা প্রেম পর্ব। তবে কলেজে পা রাখা মাত্রই ওকজনের দিকেই নজর আটকে গেল। এই অবস্থায় তাঁকে কীভাবে বোঝানো যাবে মনের কথা তাই ভাবতে থাকেন অনেকে। এবং মনের কথা মনেই থেকে যায়। 

আরও পড়ুনঃ ব্রেকআপ মানেই সে খারাপ! ভ্রান্ত ধারনা বদলে বজায় রাখুন স্বাভাবিক বন্ধুত্ব
প্রথম দেখায় প্রেমের ক্ষেত্রে মাথায় রাখুন কয়েকটি বিষয়ঃ
১) প্রথম দিন দিয়ে মনের কথা বলে দেওয়া উচিত নয়। এতে জটিলতা বাড়তে পারে। বন্ধুর মতন মেশার চেষ্টা করুন।
২) বেশ কিছুদিন ধরে তাঁকে লক্ষ্য করুন। দেখুন তাঁর চাল চলন কথা আদপ কায়দা, তারপরও যদি নিজের সিদ্ধান্তে স্থির থাকেন তবেই জানান।
৩) বন্ধুদের থেকে জানার চেষ্টা করুন তাঁর অন্য কোনও সম্পর্ক আছে কী না। যদি থাকে তবে ভালো বন্ধু হয়ে থাকতে পারেন।
৪) বন্ধুদের সঙ্গে আলোচনা করা নয়। সরাসরি গিয়ে কথা বলুন। যাই হবে তা নিজেদের মধ্যে থাকবে। অন্যের কথায় ঝাঁপিয়ে পড়া বা পিছিয়ে আসা নয়।
৫) ফোনে কথা বলে সম্পর্ক স্বাভাবিক করুন। কিছু দিন পর তাঁকে মনের কথা বলুন। তখন রিজেক্ট করলেও তা নিজেদের মধ্যেই থাকবে। 

Share this article
click me!