দেখেশুনেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন
প্রথম দেখায় আলাপ সারবেন কিভাবে ভাবচ্ছেন,
মাথায় রাখুন কয়েকটি টিপস
সহজেই চিনে নেওয়া যাবে বিপরীতের মানুষটিকে
পুজোর পরই শুরু হবে বিয়ের মরশুম। ফলে এখন থেকেই শুরু হয়ে গেল পাত্র ও পাত্রী দেখার পর্ব। যাঁদের পাত্রপাত্রী স্থার তাঁদের তো সোনায় সোহাগা। কিন্তু যাঁদের এখনও প্রেমের শিকে ছেঁড়েনি তাদের জন্য জোড় কদমে চলছে পাত্র পাত্রী দেখার পর্ব। এমনই সময় বাড়িতে বা রেস্তোরাতে আসা অচেনা মানুষটিকে কীভাবে চিনে নেবেন তা নিয়ে রাত জেগে পরিকল্পনা করেন অনেকেই।
আরও পড়ুনঃ বৃষ্টির দিনে ডেটিং! পরিকল্পনা করার আগে মাথায় রাখুন কয়েকটি টিপস
প্রথম আলাপাপর্ব সারতে মাথায় রাখুন কয়েকটি টিপসঃ
১) অন্যের ভালোলাগার বিষয় কী! এই বিষয় নিয়ে কথাবার্তা শুরু করা যেতেই পারে। এতে একে অন্যকে চিনে নিতে সুবিধে হয়।
২) একা কিছুটা সময় পেলে ভ্রমণ নিয়ে কথা বলা যেতে পারে। ঘুরতে কতটা ভালো লাগে আর সেই যুগান্তকারি প্রশ্ন, পাহাড় না সমুদ্র। দেখবেন তাতেই আড্ডা জমে ক্ষীর।
৩) কর্মজগতের গল্প করা যেতে পারে। এতে একে অন্যের কাজের ধরণ ও সময়সীমা নিয়ে অনেক বেশি অয়াকিবহাল হয়ে যাবেন।
৪) খাবার নিয়ে কথা বলা যেতে পারে। কে কী খেতে ভালোবাসেন, কোন কোন পদ বেশি পছন্দের! এই দিয়েও মন জয় করা যায় সহজেই।
৫) অবসর সময় কাটান কীভাবে! এবার থেকেই সেই অবসর সময়টা আপনার বিপরীতে মানুষটার সঙ্গে কাটাবেন কি না এই গল্প করতে করতে সেই সিদ্ধান্তও নিয়ে নিন।