ছেলেদের মুখের ব্রণর সমস্যা! সমাধানে রইল তিনটি ঘরোয়া টিপস

  • ছেলেদের ত্বকে ব্রণর সমস্যার সমাধান
  • কসমেটিক্স নয়, ঘরোয়া উপায়ে সারিয়ে তুলুন
  • রইল তিনটি টিপস
  • দ্রত সারিয়ে তুলুন ব্রণর সমস্যা

Jayita Chandra | Published : Jul 29, 2019 3:57 PM IST / Updated: Jul 30 2019, 01:13 PM IST

মেয়ের জন্য হাজারও একটা কসমেটিক্স রয়েছে। কিন্তু রূপচর্চা নিয়ে বেশি মাথা ঘামান না পুরুষেরা। কাজের ফাঁকে বা বাড়িতে ফিরে তাই কিছুটা সময় নিজের জন্য রাখুন। বউ থেকে বান্ধবী, রূপের জাদুতে এবার তাদের কাবু করার পালা। কিন্তু কোনও দামী কসমেটিক্স দিয়ে নয়। ঘরোয়া উপায় ভেতর থেকে বাড়িয়ে তুলুন সৌন্দর্য। তাই মুখে ব্রণর সমস্যা হলে তা এড়িয়ে না গিয়ে সারিয়ে নিন। সামনেই পুজো, তাই কেবল ব্রণ সারাতেই নয়। ত্বকের যত্ন নিন নিজেকে আরও সুন্দর করে তুলতে।  

খরচ কমাতে পরিকল্পনা করেই শুরু করুন পুজোর শপিং

জানুন কী উপায় ব্রণর দাগ থেকে মিলবে মুক্তিঃ
১) বরফঃ বরফ ত্বকের জন্য খুব উপকারী। সারাদিনের ক্লান্তিভাব দূর করতে অনেকটা সাহায্য করে বরফ। বাড়ি ফিরে মুখ পরিষ্কার করে নিয়ে মুখে বরফ লাগিয়ে নিন। দেখবেন উপকার পাবেন।
২) ডিমের সাদা অংশঃ ডিমের সাদা অংশ ব্রণর ক্ষেত্রে খুবই উপকারী। মুখ ধুয়ে এটি ব্রণর ওপর লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে মুখ ধুয়ে ফেলুন।
৩) পেঁপেঃ পেঁপে ব্রণর ক্ষেত্রে খুবই ভালো। তাই পেঁপে টুকরো করে কেটে নিয়ে তা দিয়ে পেস্ট বানিয়ে ফেলুন। তা ব্রণর ওপর লাগিয়ে ত্রিশ মিনিট রেখে দিন। তারপর তা ধুয়ে ফেলুন। যতদিন না ব্রণ কমছে 

Share this article
click me!