বৃষ্টির দিনে ডেটিং! পরিকল্পনা করার আগে মাথায় রাখুন কয়েকটি টিপস

Published : Aug 17, 2019, 08:18 PM IST
বৃষ্টির দিনে ডেটিং! পরিকল্পনা করার আগে মাথায় রাখুন কয়েকটি টিপস

সংক্ষিপ্ত

বৃষ্টির দিনে ডেটিং সারুন নিরাপদে পরিকল্পনা করুন আগে থেকেই আর পাঁচটা দিনের থেকে একটু আলাদা করেই উপভোগ করুন দিনটি

সপ্তাহে একদিন ছুটি। সেই দিন যদি বৃষ্টি পড়ে তবে প্রেম আর ডেটিং নিয়ে অনেকেরই মাথায় হাত পড়ে যাওয়ার যোগার। এমনই অবস্থায় যদি দেখা করতেই হয় বা ডেটিং করতে হয় তবে পরিকল্পনা করা উচিত একটু অন্যভাবে। বৃষ্টির পূর্বাভাস যখন রয়েছে তখন ছুটির দিনকে কাজে লাগান।

আরও পড়ুনঃ ডেটিং করছেন! স্বাস্থ্যের কথা মাথায় রেখেই পরিকল্পনা করুন

বৃষ্টিতে প্রেম বা ডেটিং করার মোক্ষম জায়গাঃ
১) সামনেই পুজো তাই বৃষ্টির দিনে শপিং মলে পৌঁচ্ছে যেতে পারেন। এর ফলে সুবিধে হবে অনেক। বৃষ্টির সমস্যাতেও পড়তে হবে না, আবার দেখাও করা যাবে। 
২) সিনেমা দেখার পরিকল্পনা করে ফেলতে পারেন। এর ফলে তিন ঘন্টা বৃষ্টির হাত থেকে রেহাই মিলতে পারে। সমস্যায়ও পড়তে হবে না।
৩) কোনও বন্ধুর বাড়িতে আড্ডার আসর জমিয়ে নেওয়া যেতে পারে। এতে দিনটা আড্ডা মজায় ভালোই কাটতে পারে।
৪) কোথাও খেতে যেতে পারেন, কফি শপেও সন্ধ্যেটা কাটিয়ে ফেলতে পারেন। এতে অনেক্ষণ একান্তে কথাও বলা যাবে।
৫) আর যদি আপনি ফিল্মি জীবনে বিশ্বাসী হয়ে থাকেন তবে বৃষ্টিভিজে গঙ্গার ধারে কিংবা পুচকা খেয়ে মাঠে ময়দানে ঘুরে দিনটা কাটিয়ে উপভোগ করতে পারেন নির্ভ্যাজাল আনন্দ। 

PREV
click me!

Recommended Stories

Saraswati Puja 2026: সরস্বতী পুজো উপলক্ষে রইল সেরা ১০ শুভেচ্ছাবার্তা, অবশ্যই শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে
রক্তচাপ কমবে হুড়মুড়িয়ে! হাই ব্লাড প্রেসারের রোগীরা অবশ্যই মেনে চলুন এই নিয়ম