মুখের ভিতের আলসার! অসহ্য যন্ত্রণা থেকে বাঁচতে কী করবেন জানুন

  • আলসার মুখেও হয়। মুখের ভিতেরে একধরনের যন্ত্রণাদায়ক ঘা হয়, যার ফলে খাওয়া দাওয়া করতে বা কথা বলতেও প্রবল সমস্যার মুখে পড়তে হয়
  • একেই মাউথ আলসার বলে। কোষ্ঠ্যকাঠিন্য, হরমোনাল সমস্যা এই সবের ফলেই মুখের ভিতর এই যন্ত্রণাদায়র আলসার হয়
  • কিন্তু এই রোগ এতটাই যন্ত্রণাদায়ক যে এর থেকে রেহাই পাওয়া জরুরি হয়ে পড়ে
  •  তা হলে জেনে নেওয়া যাক কীভাবে এই রোগের হাত থেকে রেহাই পেতে পারেন
swaralipi dasgupta | Published : Jul 11, 2019 2:25 PM IST

আলসার মুখেও হয়। মুখের ভিতেরে একধরনের যন্ত্রণাদায়ক ঘা হয়, যার ফলে খাওয়া দাওয়া করতে বা কথা বলতেও প্রবল সমস্যার মুখে পড়তে হয়। একেই মাউথ আলসার বলে। কোষ্ঠ্যকাঠিন্য, হরমোনাল সমস্যা এই সবের ফলেই মুখের ভিতর এই যন্ত্রণাদায়র আলসার হয়। 

চিকিৎসকরা বলছেন ভিটামিন সি ও ভিটামিন বি-এর অভাবেও এই রোগ হতে পারে। কিন্তু এই রোগ এতটাই যন্ত্রণাদায়ক যে এর থেকে রেহাই পাওয়া জরুরি হয়ে পড়ে। তা হলে জেনে নেওয়া যাক কীভাবে এই রোগের হাত থেকে রেহাই পেতে পারেন। 

Latest Videos

১) মুখে যেখান আলসার হয়েছে সেখানে দাঁতের খোঁচা লেগে আরও অবস্থা খারাপ হয়। মুখের এই ক্ষত অংশে কয়েক ফোঁটা মধু লাগান। 

২) যেখানে আলসার হয়েছে সেখানে কিছুক্ষণ বিশুদ্ধ নারকেল তেলও লাগান। এতেও উপশম পাবেন। 

৩) জলের সঙ্গে একটু ভিনিগার মিশিয়ে নিন। এবার সেই ভিনিগার দিয়ে দিনে দুবার কুলকুচি করুন। এতেও শীঘ্রই আরাম পাবেন। 

৪) শুধু স্বাদ বাড়াতেই নয়। নুনের হরেক রকমের গুণ। নুন জল দিয়ে কুলকুচি করলে দাঁত ভালো থাকে। এই আলসার কমাতেও একই টোটকা কাজে লাগাতে পারেন। 

৫) টুথপেস্টও তাড়াতাড়ি ইনফেকশন সারিয়ে ফেলতে পারে। তাই টুথপেস্ট ব্যবহার করতে পারেন। 

৬) কমলালেবুর রসে ভিটামিন সি থাকে। ভিটামিন সি-র অভাবে মাউথ আলসার হয়। তাই মাউথ আলসার হলে কমলালেবুর রস লাগাতে পারেন। 

৭) রসুনের রস লাগিয়ে রাখুন। বেশ কিছুক্ষণ রাখার পরে ধুয়ে ফেলুন। 

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts