বয়সে বড় প্রেমিকা, সম্পর্ক টিকিয়ে রাখতে মাথায় রাখুন ছয়টি টিপস

প্রেমের সম্পর্কে বয়স খুব একটা গুরুত্বপূর্ণ নয়

পরিস্থিতি বুঝেই সম্পর্কের যত্ন করুন

বয়সে বড় প্রেমিকাকে নিয়ে সচেতন থাকুন

একে অন্যের ওপর ভরসা রেখেই সম্পর্ক এগিয়ে নিয়ে চলুন

প্রেম কখনই বয়সের ঘেরা টোপে বন্দি থাকতে পারে না। সম বয়সে প্রেম কিংবা বয়সে বড়, প্রেম টিকিয়ে রাখা যায় কোন উপায় তা নিয়ে অনেকেরই মাথায় হাত। এই অবস্থায় যদি স্ত্রী কিংবা প্রেমিকা বয়সে বেশ খানিকটা বড় হয়, তবে সেক্ষেত্রে সম্পর্কের সমীকরণটা বেশ খানিকটা পাল্টে যায়।

কিভাবে টিকিয়ে রাখা যায় সেই সম্পর্ক! উত্তরে রইল ছয় সহজ সমাধানের পথঃ
১) বয়সে বড় হলেই যে সম্পর্কের রাশ তাঁর হাতে থাকবে এমনটা নয়। কখনও না কখনও বিপরীতে থাকা মানুষটিরও ইচ্ছে হয় আবদার করার, সেই দিকে নজর রাখুন।
২) দুজনের মধ্যে বয়সের ফারাক কত, তার হিসেব গুণলে চলবে না। তা ভুলে গিয়েই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই সেখানে নিজেদের মধ্যে স্বাভাবিকত্ব বজায় থাকবে।
৩) প্রেমিকার সঙ্গে গল্প বা আড্ডা ছলে কখনই অপছন্দের কিছু বলে ফেলবেন না। বিশেষ করে কম বয়সের মেয়েদের নিয়ে। এ থেকে তাঁর মনে হতে পারে আপনি ভালো নেই।
৪) পেশাগত দিক থেকে তিনি বেশি বড় হওয়ায় উচু পোস্টে কাজ করতে পারেন। তা নিয়ে হীনমন্যতায় ভুগবেন না।
৫) অনেক সময় এই ধরনের সম্পর্কগুলোকে অনেকেই মেনে নিতে পারেন না। ফলে তাকে কেউ ছোট করতে পারে, এমন কারুর সামনে না নিয়ে যাওয়াই ভালো।
৬) বয়সের ফারাক যতটাই হোক না কেন, তাঁকে দিদি বলে সম্বোধন না করাই ভালো। এতে আর পাঁচজনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে আপনাদের মধ্যে বয়সের ফারাক রয়েছে।
 

Latest Videos

Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
তার ছুঁতেই ঘটলো বিপত্তি! আতঙ্কে কাঁপছে Bangaon-র বাসিন্দারা! দেখুন | North 24 Parganas News Today
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর