বয়সে বড় প্রেমিকা, সম্পর্ক টিকিয়ে রাখতে মাথায় রাখুন ছয়টি টিপস

Published : Aug 07, 2019, 05:47 PM ISTUpdated : Aug 08, 2019, 04:05 PM IST
বয়সে বড় প্রেমিকা, সম্পর্ক টিকিয়ে রাখতে মাথায় রাখুন ছয়টি টিপস

সংক্ষিপ্ত

প্রেমের সম্পর্কে বয়স খুব একটা গুরুত্বপূর্ণ নয় পরিস্থিতি বুঝেই সম্পর্কের যত্ন করুন বয়সে বড় প্রেমিকাকে নিয়ে সচেতন থাকুন একে অন্যের ওপর ভরসা রেখেই সম্পর্ক এগিয়ে নিয়ে চলুন

প্রেম কখনই বয়সের ঘেরা টোপে বন্দি থাকতে পারে না। সম বয়সে প্রেম কিংবা বয়সে বড়, প্রেম টিকিয়ে রাখা যায় কোন উপায় তা নিয়ে অনেকেরই মাথায় হাত। এই অবস্থায় যদি স্ত্রী কিংবা প্রেমিকা বয়সে বেশ খানিকটা বড় হয়, তবে সেক্ষেত্রে সম্পর্কের সমীকরণটা বেশ খানিকটা পাল্টে যায়।

কিভাবে টিকিয়ে রাখা যায় সেই সম্পর্ক! উত্তরে রইল ছয় সহজ সমাধানের পথঃ
১) বয়সে বড় হলেই যে সম্পর্কের রাশ তাঁর হাতে থাকবে এমনটা নয়। কখনও না কখনও বিপরীতে থাকা মানুষটিরও ইচ্ছে হয় আবদার করার, সেই দিকে নজর রাখুন।
২) দুজনের মধ্যে বয়সের ফারাক কত, তার হিসেব গুণলে চলবে না। তা ভুলে গিয়েই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই সেখানে নিজেদের মধ্যে স্বাভাবিকত্ব বজায় থাকবে।
৩) প্রেমিকার সঙ্গে গল্প বা আড্ডা ছলে কখনই অপছন্দের কিছু বলে ফেলবেন না। বিশেষ করে কম বয়সের মেয়েদের নিয়ে। এ থেকে তাঁর মনে হতে পারে আপনি ভালো নেই।
৪) পেশাগত দিক থেকে তিনি বেশি বড় হওয়ায় উচু পোস্টে কাজ করতে পারেন। তা নিয়ে হীনমন্যতায় ভুগবেন না।
৫) অনেক সময় এই ধরনের সম্পর্কগুলোকে অনেকেই মেনে নিতে পারেন না। ফলে তাকে কেউ ছোট করতে পারে, এমন কারুর সামনে না নিয়ে যাওয়াই ভালো।
৬) বয়সের ফারাক যতটাই হোক না কেন, তাঁকে দিদি বলে সম্বোধন না করাই ভালো। এতে আর পাঁচজনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে আপনাদের মধ্যে বয়সের ফারাক রয়েছে।
 

PREV
click me!

Recommended Stories

ট্রেনের সফরে এই কয়েকটি ইলেকট্রিক জিনিস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি, হতে পারে জেল
আপনার সারমেয় সামনে যা পায় তাই চিবোয়? সতর্ক হন, কোন ধরনের খেলনা কিনবেন?