কলেজ মর্নিং শুনেই মাথায় হাত! মাথায় রাখুন সকাল সকাল ঘুম ভাঙানোর কয়েকটি টিপস

রাত জাগার অভ্যাস বদলে ফেলুন

সকালে উঠতে হবে ভেবেই অর্ধেক কাজ বাতিল নয়

সকালে উঠে মাথায় রাখুন কয়েকটি টিপস

শরীর সুস্থ থাকবে সকালে উঠলে

সকালে অফিস, কলেজ, কিংবা শরীর চর্চা, ঘুম ভাঙতে অনেকেরই বেগ পেতে হয়। ফলে সমস্যার সন্মুখীন হওয়া। অনেক চেষ্টা অনেক পরিকল্পনার পরও যখন সকালে যথা সময় ঘুম ভাঙে না তখন বৃথা যায় সব কাজ। মনোবলও অনেকটা নষ্ট হয়ে যায়। যার ফলে মর্নিং কলেজে ভর্তি হওয়ার কথাও অনেকে ভাবেন দুবার। বেলায় হলেই বোধহয় বেশি সুবিধা হয়। কিন্তু তাই বলে তো কমপ্রোমাইস করা চলে না।

আরও পড়ুনঃ অফিসে মানসিক চাপ! এর জন্য দায়ী সহকর্মীরা, বলছে সমীক্ষা

Latest Videos

তাই জেনে নিন সহজে ঘুম ভাঙানোর উপায়।
১) রাতে সবসময় তারাতারি শোওয়ার চেষ্টা করুন। এতে শরীর ভালো থাকবে। এবং পরিমাণ মতন ঘুম হলে সকালে তারাতারি ওঠা সম্ভব হয়।
২) রাতের কাজ ভোরে করার অভ্যাস করুন। রাত জেগে যে কাজগুলো সারার কথা মাথায় থাকে, তা সকালে করুন। সে অফিসের কাজই হোক বা পড়াশুনো। এতে রাত জাগার অভ্যাস কেটে যাবে।
৩) মোবাইল বিছানায় নিয়ে শোবেন না। তা হাতে থাকলে ঘুম থেকে উঠতে দেরি হতে পারে। তাই হাতের কাছে মোবাইল ফোন না রাখাই ভালো।
৪) অ্যালার্ম দিয়ে শুতে যান। বালির কাছে ফোনে নয়, ঘড়িতেই অ্যালার্ম দিন। আর তা হাতের থেকে দুরে সরিয়ে রাখুন। যাতে প্রয়োজনে তা বন্ধ করে দিতে না হয়।
৫) স্নান করে ঘুমোতে যান। এতে শরীর ফ্রেস থাকে ও ঘুম তারা তারি চলে আসে। আই রাতে স্নান করা প্রয়োজন। এতে ঘুম ভালো হয় ও সকালে ঘুম ভেঙে যায়। 

Share this article
click me!

Latest Videos

আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি